তিন ফরম্যাটের সবচেয়ে সফল দল

আইসিসি স্বীকৃত প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। সেই সময় থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দলগুলো নিয়েই আজকের আয়োজন।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার একটি হলো ক্রিকেট। ফুটবলের পর সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবেই বিবেচনা করা হয় ক্রিকেটকে। বর্তমানে এর জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ১৮৪৪ সালে সর্বপ্রথম কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হয় ক্রিকেট।

তবে আইসিসি স্বীকৃত প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। সেই সময় থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী দলগুলো নিয়েই আজকের আয়োজন।

  • জিম্বাবুয়ে – ১৭৭

জিম্বাবুয়ে জাতীয় দল ১৯৯১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য। এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে দলটি খেলেছে ৭৫২টি ম্যাচ। এর মাঝে জয় পেয়েছে ১৭৭টিতে, হেরেছে ৫২৫ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের জয়ের হার ২৩.৫৩ শতাংশ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট এবং ওয়ানডেতে তাঁদের সেরা পজিশন আট। অপরদিকে টি-টোয়েন্টিতে দশের নিচে নামতে পারেনি আফ্রিকার এই দেশটি।

  • বাংলাদেশ – ১৯৫

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অর্জনের খাতাটা অনেকটাই খালি। বড় অর্জন নেই বললেই চলে। তবে, বেশ কয়েকবারই বড় টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দলটি। বাংলাদেশের এখন পর্যন্ত সেরা সাফল্য ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা।

এর বাদে ২০১২, ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপে রানারআপও হয় বাংলাদেশ দল। সব মিলিয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাটে ৬৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মাঝে ১৯৫টিতে জয় ও ৪১৮ ম্যাচেই হেরেছে দলটি! জয়ের হার ৩০.৫১ শতাংশ।

  • নিউজিল্যান্ড – ৫৪০

‘আন্ডারডগ’ হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নিউজিল্যান্ড দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্ভোধনী আসরেই শিরোপা জিতেছে দলটি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালও খেলেছে ব্ল্যাকক্যাপসরা।

সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলে তাঁরা। এখন পর্যন্ত দলটি খেলেছে ১৩৮৮টি ম্যাচ। এর মাঝে ৫৪০ ম্যাচে জয় ও ৬২১টিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ব্ল্যাকক্যাপসরা। জয়ের হার ৩৮.৯ শতাংশ।

  • শ্রীলঙ্কা – ৫৫৭

একসময় ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কা এখন অনেকটাই খর্বশক্তির এক দল। ১৯৯৬ সালে অর্জুনা রানাতুঙ্গার অধীনে বিশ্বকাপে জয়লাভ করে দলটি। ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয় পায় লঙ্কানরা।

২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে রানার্সআপও হয় দলটি। সবমিলিয়ে এখন অবধি তিন ফরম্যাটে দলটি খেলেছে ১৩১৭টি ম্যাচ। যার মাঝে জয় ৫৫৭ ও হেরেছে ৬২২ ম্যাচে। জয়ের হার ৪২.২৯ শতাংশ।

  • দক্ষিণ আফ্রিকা – ৬৪৭

ক্রিকেট পাড়ায় ‘চোকার্স’ হিসেবেই খ্যাত টিম দক্ষিণ আফ্রিকা। ১৯৯১ সাল পর্যন্ত লম্বা সময় আইসিসি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলো দলটি। আইসিসি ইভেন্টসে ১৯৯৮ এর চ্যাম্পিয়নস ট্রফি জয় প্রোটিয়াদের একমাত্র সাফল্য। এখন পর্যন্ত ১২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দলটি; যার মধ্যে জয় ৬৪৭ টি ও ম্যাচ হেরেছে ৪৩৪ টিতে।

  • ওয়েস্ট ইন্ডিজ – ৬৪৯

সত্তর ও আশির দশকে বিশ্বক্রিকেটের পরাশক্তি ছিলো ওয়েস্ট ইন্ডিজ। যেকোনো দলের জন্যই সেসময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়াটা ছিলো সবচেয়ে কঠিন ব্যাপার। ১৯৭৫ ও ১৯৭৯ – টানা দুই বিশ্বকাপেই শিরোপা ঘরে তুলে ক্যারিবীয়রা।

এছাড়া ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ঝুলিতে আরো আছে ২০০৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। এখন পর্যন্ত ক্যারিবীয়রা তিন ফরম্যাটে খেলেছে ১৫৫০টি ম্যাচ। এর মধ্যে ৬৪৯টিতে জয় ও ৬৭১ ম্যাচে হেরেছে তাঁরা। জয়ের হার ৪১.৮৭ শতাংশ।

  • পাকিস্তান – ৭৫২

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে মোট ১৫৬৬টি ম্যাচ খেলে ৭৫২টিতে জয় পেয়েছে পাকিস্তান। এছাড়া ৬১৫ ম্যাচে হেরেছে দলটি। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা জেতে পাকিস্তান। এছাড়া ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জয় পায় দলটি।

  • ভার‍ত – ৭৭৯

বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল হিসেবেই পরিচিত ভার‍ত। ১৯৮৩ সালে কপিল দেবের পর ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে ভারত।

এছাড়া ধোনির নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে শিরোপা জেতে ভারত। ২০০২ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিও আছে ভারতের কেবিনেটে। এখন পর্যন্ত দলটি খেলেছে ১৭১২ ম্যাচ; যার মধ্যে ৭৭৯ জয় ও ৬৫৫ ম্যাচে হার দেখেছে ভারত।

  • ইংল্যান্ড – ৮৩৯

সবশেষ ২০১৯ আইসিসি বিশ্বকাপের শিরোপা জিতে ইংলিশরা। রঙিন জার্সিতে বর্তমানে বেশ সফল দল ইংল্যান্ড। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছাড়াও ২০০৪ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হয় দলটি। এখন পর্যন্ত তিন ফরম্যাটে ১৯৫৩ ম্যাচ খেলেছে ইংল্যান্ড; যার মধ্যে ৮৩৯ ম্যাচে জয় ও ৭১৭ ম্যাচে হার দেখেছে দলটি।

  • অস্ট্রেলিয়া – ১০৫৮

লম্বা সময় ধরেই ক্রিকেট বিশ্ব শাসন করছে অজিরা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দলটি। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপে জয় পায় অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত ১৯৫০ ম্যাচে সর্বোচ্চ ১০৫৮ ম্যাচে জয় পেয়েছে অজিরা! এছাড়া ৬২৯ ম্যাচে হারে দলটি। জয়ের হার ৫৪.২৫ শতাংশ। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল দলও অজিরা!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...