সাকিব ২.০ নাকি শেষ বিকেলের ঝলক?

মোহাম্মদ রিজওয়ানকে বল ছুঁড়ে মারা কিংবা বাঁ-হাতি শাকিলকে আউট করার পর উদযাপনের ভঙ্গি - এমন চঞ্চল সাকিবকে অনেকদিন পর দেখা গেলো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কি তবে সাকিব ২.০ এর আবির্ভাব ঘটতে যাচ্ছে নাকি নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে দপ করে জ্বলে ওঠে সে রকম কিছু?

বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে, বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা – গানের লাইন দু’খানা হয়তো আপনি শুনেছেন, হয়তো শোনেনি। তবে সাকিব আল হাসানকে নিশ্চয়ই দেখেছেন; দেশে কতকিছু ঘটে গেল, ইতিহাস লেখা হল নতুন করে। কিন্তু তিনি ন্যুরেমবার্গে বসে চায়ের কাপে চুমুক আঁকতে ব্যস্ত; তাঁর প্রিয় বাইশ গজে ছড়ি ঘুরাতে ব্যস্ত।

রাজনৈতিক প্রসঙ্গে অন্য কোথাও বিস্তর আলোচনা করা যাবে, আপাতত খেলার দিকটাই দেখা যাক। পাকিস্তান সিরিজ খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে আসেননি, সরাসরি উড়ে গিয়েছিলেন পাকিস্তানেই। মাঠের বাইরের চাপ কতটা জেঁকে বসেছিল সেটা বোধহয় কাউকে বুঝিয়ে বলতে হবে না।

তবু তিনি নির্ভার, প্রথম ইনিংসে সেটা স্কোরবোর্ডে ফুটে না উঠলেও দ্বিতীয় ইনিংসে দিনের আলোর মতই স্পষ্ট হয়ে উঠেছে। নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফিরে এসেছে তাঁর কল্যাণে, তাঁর দাপুটে বোলিংয়ে ঘরের মাঠে পাক ব্যাটারদের হয়েছে লেজে গোবরে অবস্থা।

শুরুটা সৌদ শাকিলকে দিয়ে, আগের ইনিংসে ১৪১ রান করা এই তরুণ বুকভরা আত্মবিশ্বাস নিয়েই স্ট্যান্স নিয়েছিলেন। কিন্তু সাকিবের আর্ম ডেলিভারি বুঝতে না পেরে ভারসাম্য হারিয়েছেন চোখের পলকে, বাকি কাজ লিটনের জন্য ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। আবদুল্লাহ শফিক সে জন্যই বোধহয় তেড়েফুঁড়ে মারতে গেলেন তাঁকে; আর সেটাই কাল হলো। ব্যাটের কানা ছুঁয়ে বল জায়গা করে নিয়েছে সাদমানের তালুতে।

শফিকের মত একই ভুল করেছেন নাসিম শাহ, টাইগার অলরাউন্ডারের ঝুলিয়ে দেয়া বল গায়ের জোরে মারতে গিয়ে আটকা পড়েছেন ত্রিশ গজের ভিতরেই – সবমিলিয়ে তিন উইকেট দখল নিলেন তিনি।

সাম্প্রতিক সময় বাদ দিন, শেষ কয়েক বছরেও এই তারকাকে এত মনোযোগী হয়ে বোলিং করতে দেখেছেন? প্রতিবার বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় কি যেন ভাবছেন তিনি; বাবর থেকে শফিক প্রত্যেকের বিপক্ষে আলাদা করে পরিকল্পনা করেছেন।

মোহাম্মদ রিজওয়ানকে বল ছুঁড়ে মারা কিংবা বাঁ-হাতি শাকিলকে আউট করার পর উদযাপনের ভঙ্গি – এমন চঞ্চল সাকিবকে অনেক দিন পর দেখা গেল। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কি তবে সাকিব ২.০ এর আবির্ভাব ঘটতে যাচ্ছে নাকি নিভে যাওয়ার আগে প্রদীপ যেভাবে দপ করে জ্বলে ওঠে সে রকম কিছু?

Share via
Copy link