More

Social Media

Light
Dark

সাবেক এই মাদ্রিদ তারকারা আজও খেলছেন

একজন ফুটবল খেলোয়াড় কখন তাঁর ছন্দ হারান? অধিকাংশেরই উত্তর হবে ত্রিশ বা তারপর।

একজন ফুটবল খেলোয়াড় কখন তাঁর ছন্দ হারান? অধিকাংশেরই উত্তর হবে ত্রিশ বা তারপর। এই বয়সের বাধাও অনেকে পার করে ফেলেছেন। খেলে যাচ্ছেন বহাল তবিয়তে। এই তালিকায়ই রয়েছেন কিছু সাবেক মাদ্রিদ তারকা। যারা ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়টা মাদ্রিদে পার করেছেন।

তবুও যেন ফুরোনোর নাম নিচ্ছেন না। এই তালিকার শুরুতেই এসে পড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, সার্জিও রামোস বা করিম বেনজেমার নাম। এখানেই শেষ নয়, এর বাইরেও তালিকাটা খুব ছোট নয়।

যাদের মধ্যে প্রথমেই নাম চলে আসে ব্রাজিলীয় তারকা মার্সেলো। ৩৬ বছর বয়সী এই সাবেক মাদ্রিদ তারকার অর্জনের সীমা নেই। তাও যেন শিরোপার ক্ষুধা কমার নাম নেই। গত বছর ফিরেছেন স্বদেশী ক্লাব ফ্লুমিনেসে। ইতোমধ্যেই তিন তিনটা ট্রফি জয় করেছেন। জানান দিয়েছেন নিজের মাদ্রিদিস্তা মানসিকতার।

মারসেলোর পর পরই স্মরণ করতে হবে রাউল অ্যালবিওলকে। ৩৯ বছর বয়সী এই সাবেক মাদ্রিদ ক্যাপ্টেন এখনও খেলছেন। তাও স্পেনের লা লিগায়। এল সাবমারিনো আমারিনোর হয়ে খেলেছেন ৩০ ম্যাচ। লিগে হয়েছেন অষ্টম। এই সাবেক স্প্যানিশ মাদ্রিদ সেন্টার ব্যাক চার বছরের মাদ্রিদ ক্যারিয়ারে খেলেছেন ১১৯ ম্যাচ। জিতেছেন তিনটি ট্রফি।

সার্জিও ক্যানালেস অবশ্য রাউলের মত বড় তারকা ছিলেন না। রোনালদো, ওজিলদের ভিড়ে মূল দলে জায়গা পেতেন সামান্যই। তবে এই নম্বর ১০ মূল দলের মুখ দেখেন রিয়াল সোসিয়েদাদ ও বেতিসে। বর্তমানে এই মেক্সিকান মন্টেরির জার্সিতে মাঠ কাপাচ্ছেন।

মেক্সিকানদের মাঝে আছেন আরও এক সাবেক মাদ্রিদ তারকা। তিনি জ্যাভিয়ের হার্নান্দেজ মাদ্রিদে যোগ দেবার পর ২০১৪ সালে এক বছর লোনে কাটান ম্যানচেস্টার ইউনাইটেডে। পরবর্তীতে একে একে লেভারকুজেন, ওয়েস্ট হাম এবং সেভিয়া ছেড়ে যোগ দেন এল এ গ্যালাক্সিতে। লস অ্যাঞ্জেলেসের এই দলে কাটিয়েছেন চার মৌসুম। সম্প্রতি তিনি নিজ দেশে ফিরেছেন । ৩৬ বছরের এই তারকা খেলছেন লিগা এম এক্স এর গুয়াদলাহারা দলে।

ছোট্ট করে স্মরণ করিয়ে দেই মাদ্রিদের মরিনহো যুগের। সে যুগেরই নিয়মিত তারকা হোসে ক্যালেয়াহন। পরে যোগ দিয়েছিলেন ন্যাপোলিতে। খেলেন ৭৯ হাজার ম্যাচ। ৩৭ বছর বয়সী এই উইংগার খেলছেন স্পেনে। তবে ৩য় বিভাগের মারবেলা দলে।

এই তালিকায় আছে ক্যালেয়াহনেরই জাতীয় দলের আরেক সতীর্থ। নাম তার আসিয়ের ইলারামেন্দি। ৩২.২ মিলিয়নে যোগ দেন এই ডিফেন্সিভ মিড। কিন্তু জ্বলে ওঠাটা যেন হলো না। তবে তিনি আলো ছড়ান রিয়াল সোসিয়েদাদে। কোয়ালিফাই করান ২২-২৩ চ্যাম্পিয়নস লীগেও। ৩৪ বছর বয়সী এই তারকা বর্তমানে আছেন আমেরিকায়। খেলছেন এম,এল,এসের এফ সি ডালাসে।

এবার যদি জিজ্ঞাসা করি এই তালিকায় আর কি কোনো পর্তুগিজ আছে? রোনালদো বাদে এই তালিকাতেই আছেন আরেক পর্তুগিজ ফরোয়ার্ড। অনেকেই তাঁকে মরিনহোর ‘বলির পাঠা’ও বলেন। এখনও ৩৭ বছরের এই তারকা খেলছেন স্পেনেই। তবে তৃতীয় বিভাগের দল রিয়াল ম্যুরিকায়।

Share via
Copy link