Social Media

Light
Dark

জোর করে আইসিসির চেয়ারম্যান হবেন জয় শাহ

এর আগে ২০২০ সালে প্রথম আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন এই ক্রিকেট কর্তা। এরপর ২০২২ সালে পুনরায় স্বপদে নির্বাচিত হন তিনি। চাইলে তৃতীয়বারের মত প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, তবে জয় শাহর সৃষ্ট চাপের মুখে বিদায়ের পথে হাঁটলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রভাবশালী বোর্ডের প্রতিনিধিদের সমর্থনও আছে বিসিসিআই সেক্রেটারির প্রতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন স্মরণকালের সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তখন পরিবর্তনের ছোঁয়া লেগেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলেও (আইসিসি)। আইসিসির বর্তমান সভাপতি গ্রেগ বার্কলে দায়িত্ব ছাড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এবং বিস্ময়ের ব্যাপার যে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছেন স্বয়ং জয় শাহ।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সেক্রেটারি জয় শাহ আইসিসির প্রধান হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন; সেই সাথে জানিয়েছিলেন বোর্ডের বাকি সদস্যদের সমর্থনও আছে তাঁর পক্ষে।

এরপরই মূলত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বার্কলে। গত মঙ্গলবার একটি ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলাকালীন নিজের ইচ্ছের কথা জানান তিনি। অর্থাৎ আগামী নভেম্বরে চলতি মেয়াদ শেষ হলেই তাঁর সঙ্গে আইসিসির সম্পর্কের ইতি ঘটবে।

এর আগে ২০২০ সালে প্রথম আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন এই ক্রিকেট কর্তা। এরপর ২০২২ সালে পুনরায় স্বপদে নির্বাচিত হন তিনি। চাইলে তৃতীয়বারের মত প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, তবে জয় শাহর সৃষ্ট চাপের মুখে বিদায়ের পথে হাঁটলেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত প্রভাবশালী বোর্ডের প্রতিনিধিদের সমর্থনও আছে বিসিসিআই সেক্রেটারির প্রতি।

আইসিসির গঠনতন্ত্রে সম্প্রতি কিছুটা পরিবর্তন এসেছে, তাই অন্যান্য বারের মত দুই বছর নয় বরং পরবর্তী চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর। এক্ষেত্রে জয় শাহর আগামী তিন বছরের জন্য আইসিসির প্রধান থাকাটা প্রায় নিশ্চিত, যদিও আগামী বছর বিসিসিআইয়ের পদ হারাবেন তিনি।

চলতি মাসের ২৭ তারিখের মধ্যে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে; একাধিক প্রার্থী থাকলে নির্বাচন হবে, অথবা সরাসরি দায়িত্ব নিবেন একজন। ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হবে নতুন চেয়ারম্যানের দিনলিপি।

Share via
Copy link