ছক্কার রাজা এখন রোহিত

রোহিত শর্মার হাত খুলে খেলার সুবাদে প্রায় প্রতি ম্যাচেই উড়ন্ত সূচনা পাচ্ছে ভারত। আর সেটা করতে গিয়ে আবারও আরও একটা রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় এই অধিনায়ক।

রোহিত শর্মার হাত খুলে খেলার সুবাদে প্রায় প্রতি ম্যাচেই উড়ন্ত সূচনা পাচ্ছে ভারত। আর সেটা করতে গিয়ে আবারও আরও একটা রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় এই অধিনায়ক।

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক হলেন তিনি। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন  ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েন রোহিত।

ওয়ানডে বিশ্ব কাপ ইতিহাসে সর্বোচ্চ ৫১ ছক্কার মালিক এখন রোহিত। এতে ভেঙ্গেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস গেইলের রেকর্ড। ৩৪ ইনিংসে ৪৯ ছক্কা মেরেছেন  গেইল। ২৭তম ইনিংসেই প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে ৫০তম ও সর্বোচ্চ ছক্কার মালিক হন রোহিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে  ইনিংসে পেসার ট্রেন্ট বোল্টের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে ছক্কা মেরে বিশ্ব রেকর্ডের মালিক হন রোহিত।

ঐ ছক্কায় বিশ্বকাপ মঞ্চে আরও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার মালিক হন তিনি। এখানেও গেইলের রেকর্ড দখলে নেন রোহিত।

২০১৫ সালে ২৬টি ছক্কা মেরে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন গেইল। এবারের আসরে এখন পর্যন্ত ২৮ টি ছক্কা মেরেছেন রোহিত। ফাইনাল এখনও বাকি আছে।

সেমি ফাইনালে নিউজিল্যান্ডের ৪৭ রানের ইনিংস খেলার পথেই গেইলকে ছাড়িয়ে যান রোহিত শর্মা। দলকে ৭০ রানের বড় জয় এনে দেওয়ার সাথে সাথে নিজের নামের সাথে যোগ করেন নতুন অর্জন।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। ২০১৯ সালে ২২টি ছক্কা মেরেছিলেন মরগান। এ বছরের বিশ্বকাপে এখন অবধি ২২টি ছক্কা মেরে মরগানকে স্পর্শ করে ফেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...