দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাত উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ভারত। তবে কান্ডজ্ঞানহীন শটে উইকেট বিলিয়ে আসায় সমালোচনার কেন্দ্রে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। প্রথম ইনিংসে মাত্র ১৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ভারত যখন ম্যাচে ব্যাকফুটে ঠিক তখনি কাগিসো রাবাদার বল ডাউন দ্যা উইকেটে মারতে এসে শূন্য রানেই বিদায় নেন পান্ত।
পান্তের উইকেট উপহার দিয়ে আসা নিয়ে অনেক কথাই হচ্ছে। তৃতীয় টেস্টকে সামনে রেখে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বিরাট কোহলিকেও কথা বলতে হলো এই ভুল নিয়ে। তিনি বলছিলেন ক্যারিয়ারের শুরু মহেন্দ্র সিং ধোনি তাঁকে এক উপদেশ দিয়েছিলেন। আর সেটি হলো দুটি ভুলের মাঝে যেনো অন্তত সাত থেকে আট মাসের মতো ব্যবধান থাকে।
বিরাট বলেন, ‘ধোনি আমাকে আমার ক্যারিয়ারের শুরুতে দারুন এক উপদেশ দিয়েছিলো। একটা ভুল থেকে আরেকটা ভুলের মাঝে সাত থেকে আট মাসের গ্যাপ থাকতে হবে। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় দৌড়াতে পারবে। আমি এই ব্যাপারটাই আমার মধ্যে নিয়েছি। আমি আমার ভুলগুলো পুনরায় করবো না। আর এটা তখনি সম্ভব যখন আপনি আপনার ভুল শোধরানোর চেষ্টা করবেন। আমি জানি ঋষভ নিজের মধ্যে উন্নতির চেষ্টা করছে। দলের গুরুত্বপূর্ণ মূহুর্তে নিজের সেরাটা দিবে আশা করি।’
২৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ারের চতুর্থ বর্ষে আছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। শুধু জোহানেসবার্গ টেস্টই নয় এর আগেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময় নিজের উইকেট দিয়ে এসে সমালোচনার জন্ম দেন পান্ত। বিরাট নিজেও জানান ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে দ্রুত শুধরে ফেলাই ভালো।
ভারতের টেস্ট অধিনায়ক জানান, ‘অনুশীলনের সময় ঋষাভের সাথে আমাদের কথা হয়েছে। একজন ব্যাটার যখন শট খেলে আউট হয় তখন সে বুঝতে পারে পরিস্থিতি বিবেচনায় সে সঠিক শট খেলেছে নাকি ভুল। আমরা প্রত্যেকেই ক্যারিয়ারে ভুল করি। তবে এটা বেশ গুরুত্বপূর্ণ যে পরিস্থিতি বুঝতে পারা। আপনার চিন্তা, ভাবনা এবং আপনি কি ধরনের ভুল করছেন। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যাতে আর সেই ভুল না হয় সেটাই নিজের মধ্যে উন্নতি করাটাই মূল।’
আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার হাফ সেঞ্চুরিতে অবশ্য এই দুই সিনিয়র কিছুটা রেহাই পেয়েছেন সমালোচনা থেকে। তবে শেষ টেস্টে হানুমা বিহারির পরিবর্তেই বিরাট কোহলি একাদশে থাকবে সেটাও প্রায় নিশ্চিত। যদিও মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদবরাও আছেন স্কোয়াডে।
কোহলি বলছিলেন, ‘শেষ টেস্টে যদি দেখি, রাহানে এবং পুজারা যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন ওই অভিজ্ঞতা অবশ্যই আমাদের জন্য অমূল্য। বিশেষভাবে এমন এক সিরিজে, আপনারাও জানেন এর আগে এই অভিজ্ঞ ব্যাটাররা কিভাবে নিজেদের সেরাটা দিয়েছে। বিশেষকরে যখন আপনি বাইরের মাটিতে খেলছেন, কঠিন কন্ডিশনে এই ক্রিকেটাররা বরাবরই নিজেদের সেরাটা দিয়ে দলের হাল ধরেন। অস্ট্রেলিয়াতেও আমরা এটা দেখেছি। ‘