মদ্রিচকে ছাড়া ঠিক হবে রিয়ালের?

বয়সটা ৩৭ পেরিয়েছে। প্রাকৃতিক নিয়মেই ক্যারিয়ারের পড়ন্ত বেলার খুব কাছাকাছি মদ্রিচ।কিন্তু এখনো ফুরিয়ে যাননি তিনি পুরোপুরি। মাঝারি মানের দল নিয়ে নিজ দেশ ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলার পর ২০২২ বিশ্বকাপও শেষ করেছেন তৃতীয় হয়ে। ২০১২ সালে টটেমহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর থেকে মাদ্রিদের মাঠে প্রাণশক্তি হয়েই ছিলেন মদ্রিচ। প্রায় ১১ বছরের রিয়াল ক্যারিয়ারে ২১ টি মেজর ট্রফি জিতেছেন এই ক্রোয়াট।

বয়সটা ৩৭ পেরিয়েছে। প্রাকৃতিক নিয়মেই ক্যারিয়ারের পড়ন্ত বেলার খুব কাছাকাছি মদ্রিচ।কিন্তু এখনো ফুরিয়ে যাননি তিনি পুরোপুরি। মাঝারি মানের দল নিয়ে নিজ দেশ ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলার পর ২০২২ বিশ্বকাপও শেষ করেছেন তৃতীয় হয়ে।

২০১২ সালে টটেমহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেবার পর থেকে মাদ্রিদের মাঠে প্রাণশক্তি হয়েই ছিলেন মদ্রিচ। প্রায় ১১ বছরের রিয়াল ক্যারিয়ারে ২১ টি মেজর ট্রফি জিতেছেন এই ক্রোয়াট।

রিয়ালের বিখ্যাত সাদা জার্সি গায়েই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন মদ্রিচ। ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্যের চূড়ায় উঠেছেন ২০১৮ সালে ব্যালন ডি অর জয়ের মাধ্যমে। ক্রুস আর ক্যাসিমিরোর সাথে মাঝমাঠে জুটি বেঁধে একের পর এক শিরোপা এনে দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে।

মাদ্রিদিস্তাদের কাছে তাই রিয়ালের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন লুকা মদ্রিচ। কিন্তু ৩৭ পেড়োনো মদ্রিচের এখন বয়সটা পক্ষে নেই স্বাভাবিক ভাবেই।

২০২৩ সালটাও ভালোভাবে শুরু হয়নি মদ্রিচের জন্য। প্রায়শই বাদ পড়ছেন রিয়ালের প্রথম একাদশ থেকে। যদিও পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন নাকি কোচ আনচেলত্তি তাকে বিশ্রামে রেখেছেন তা এখনো পরিষ্কার নয়।

এ মৌসুম শেষেই রিয়ালের সাথে চুক্তি শেষ হবে মদ্রিচের। যদিও ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছে তাকে। কিন্তু মদ্রিচের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। গুঞ্জন আছে, সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর যোগ দেয়া সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে কথা চলছে মদ্রিচের।

এছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিও দলে ভেরানোর চেষ্টা করছে মদ্রিচকে। ইতোমধ্যেই বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেটস এর সাথে কথাবার্তা এগিয়ে রেখেছে মিয়ামি।

ইতোমধ্যেই মদ্রিচের বিকল্প খুঁজতে শুরু করেছে মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার জুড বেলিংহামকে পেতে প্রবল আগ্রহী রিয়াল। বেলিংহাম দলে এলে স্বাভাবিক ভাবেই বেঞ্চেই বেশি সময় থাকতে হবে মদ্রিচকে।

এছাড়া ক্রুস-মদ্রিচ-ক্যাসেমিরোর ত্রয়ীর সোনালি সময় পেরিয়ে এখন তরুণ মিডফিল্ডারদের গড়ে তোলার দিকেই বেশি মনোযোগী রিয়াল। কামাভিংগা বা সুয়ামেনিদের জায়গা এখন অনেকটা নিশ্চিত রিয়াল দলে।

যদিও প্রথম একাদশে না খেলালেও মদ্রিচের অভিজ্ঞতা দারুণ কাজে দিতে পারে রিয়ালের ড্রেসিংরুমে। বিশেষ করে বেলিংহামের মত মিডফিল্ডারদের গড়ে তুলতে মদ্রিচের অভিজ্ঞতা হতে পারে অমূল্য। যদিও একজন প্রথম একাদশের বাইরের খেলোয়াড়ের জন্য মদ্রিচকে প্রদেয় বেতন অনেকটাই বেশি রিয়ালের জন্য। আর্থিক ভাবে দেখতে গেলেও তাই মদ্রিচের ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চলে আসা মদ্রিচকে তাই আর বেশিদিন রিয়ালে দেখতে পাবার সম্ভাবনা খুবই কম। ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদের কিংবদন্তি বনে যাওয়া মদ্রিচকে তাই প্রাপ্য সম্মান দিয়েই বিদায় জানাতে চাইবে রিয়াল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...