এমন ‘ব্যাখ্যাতীত’ আউটের কি ব্যাখ্যা দেবেন লিটন!

বিপদের মুহূর্তে মানুষ খেই হারিয়ে ফেলে, অহেতুক সব ভুল করে, উদ্ভট ঘটনা ঘটায় - যেমনটা করলেন লিটন দাস।

বিপদের মুহূর্তে মানুষ খেই হারিয়ে ফেলে, অহেতুক সব ভুল করে, উদ্ভট ঘটনা ঘটায় – যেমনটা করলেন লিটন দাস।

ক্রিকেটের ভূবনে বিস্ময়কর, অবিশ্বাস্য কিংবা ব্যাখ্যাতীত কত কিছুই তো দেখা যায়। কিন্তু, সিলেটে লিটন কুমার দাস যা করলেন, সেরকম কিছু দেখা যায় না সচরাচর।

মাথার ওপর ৫১০ রানের বোঝা। অসম্ভবের চেয়েও কঠিন এক লড়াই। তার ওপর জবাব দিতে নেমে ৩৭ রানের মধ্যেই সাজঘরে চারজন ব্যাটার।

এই অবস্থায় ক্রিজে নেমে প্রথম বলটাতেই লিটন দাস যা করলেন, তা স্রেফ পাগলামি। বিশ্ব ফার্নান্দোর অফ স্ট্যাম্পের ওপর ফুলার ডেলিভারি। স্কিপ ডাউন করে স্লগ করলেন। লক্ষ্য মিড উইকেটের ‍ওপর দিয়ে ‍তুলে মারা। বলটা লিটনের ব্যাট ছুয়ে অনেক ওপরে উঠল বটে, কিন্তু শেষ রক্ষা হল না।

টপ এজ! কভার থেকে দৌঁড়ে এসে ঠাণ্ডা মাথায় অ্যাঞ্জেলো মাথুস যখন ক্যাচটা ধরলেন ক্রিজ থেকে মোটে এক মিটার দূরে দাঁড়িয়ে।

কি ভাবছিলেন লিটন দাস? সাদা বলের ক্রিকেটের পর কি এবার লাল বলের ক্রিকেটেও কি জায়গাটা খোয়াতে চলেছেন তিনি?

হ্যাঁ, পাঁচটা সেশন টানা ব্যাট করেছেন। একটু ক্লান্ত থাকাটা স্বাভাবিক। কিন্তু, টেস্ট ক্রিকেট মানেই যে সামর্থ্য আর টেম্পারমেন্টের পরীক্ষা – সেটা তো তাঁর ভাল ভাবেই জানা।

প্রথম ইনিংসে তাও ২৫ টা রান করতে পেরেছিলেন, এবার ডাক। আত্মবিশ্বাসটা কোন তলানীতে গিয়ে ঠেকেছে তাঁর, সেটা তিনি নিজেই ভাল জানবেন। আপাতত, এভাবেই চলতে থাকলে হয়তো ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাটেও লিটনের বাদ পড়া আসন্ন!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...