মাশরাফি ১০০ নট আউট

ইমরুল কায়েসের সাথে টস করতে নামার সাথে সাথেই নতুন ইতিহাস রচনা করবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার অনন্য নজীর গড়বেন মাশরাফি বিন মুর্তজা। সেটাও আবার এমন ম্যাচে, যে মঞ্চে আগে কখনওই তিনি হারেননি।

ইমরুল কায়েসের সাথে টস করতে নামার সাথে সাথেই নতুন ইতিহাস রচনা করবেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার অনন্য নজীর গড়বেন মাশরাফি বিন মুর্তজা। সেটাও আবার এমন ম্যাচে, যে মঞ্চে আগে কখনওই তিনি হারেননি।

নবম আসরের ফাইনালে ‍খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে খেলার মধ্য দিয়েই ফ্র্যাঞ্চাইজিভিত্তির এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ১০০ টি ম্যাচ খেলার মাইফলক স্পর্শ করবেন মাশরাফি।

এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় ম্যাশের। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।

২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলবেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাট্টিক শিরোপা জিতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি।

খেলোয়াড় হিসেবেও চলমান আসরে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত বিপিএলে ১০৪ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি। এবার নিশ্চয়ই শেষটাও রাঙিয়েও রাখতে চাইবেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...