‘ম্যাশ ইজ ব্যাক’

মাশরাফি কি এবারের বিপিএল খেলবেন? এমন একটা শঙ্কা ছিল শুরু থেকেই। সেই শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিতেই মাশরাফি বিন মর্তুজা হাজির হয়েছে শেষ বিকেলে। একাডেমি মাঠের অস্থায়ী ছাউনিতে লম্বা সময় ধরে আলাপ করেছেন মাশরাফি।

একটা মাঝারি মানের দল। ছিল আলোচনার বাইরে। সেই দলটা ঠিক পৌঁছে যায় শিরোপার দ্বারে। দলের তরুণ ক্রিকেটারদের অনবদ্য পারফরমেন্সের পেছনে কাজ করেছে এক ক্যারিশম্যাটিক নেতৃত্ব। মাশরাফি বিন মর্তুজা অনভিজ্ঞ দলটাকে দেখিয়েছেন সাফল্যের পথ।

আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডামাডোল বেজে গেছে। চারিদিকে মৃদু এক কম্পনের মত করেই ছড়িয়ে যেতে শুরু করেছে বিপিএলের উন্মাদনা। অনেক নেই এর মাঝেও এবার সিলেট স্ট্রাইকার্স যেন খানিক ভিন্ন। গেলবারের তুলনায় এবার বেশ গোছালো দল করেছে ফ্রাঞ্চাইজিটি।

তবে নদীর একুল গড়ে তো ওকূল শুকোয়। তেমন এক সমস্যায় উপনীত হয়েছে সিলেট। দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে সে কথা ঠিক। তবে নেতৃত্ব নিয়ে খানিক দুশ্চিন্তাগ্রস্ত গোটা টিম ম্যানেজমেন্ট। পেছনের কারণ মাশরাফির ইনজুরি নিয়ে শঙ্কা। তাকে কখন নাগাদ পাওয়া যাবে সে নিয়ে সংশয় ছিল টিম ম্যানেজমেন্টের।

সেই শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিতেই মাশরাফি বিন মর্তুজা হাজির হয়েছে শেষ বিকেলে। একাডেমি মাঠের অস্থায়ী ছাউনিতে লম্বা সময় ধরে আলাপ করেছেন মাশরাফি। আলাপ যখন চলমান ঠিক তখনই সিলেট স্ট্রাইকার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফত জানানো হয় মাশরাফিই হচ্ছেন অধিনায়ক।

তার ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে। যদিও এদিন মাশরাফি কোন প্রকার অনুশীলন করেননি। দলের দেশী-বিদেশী প্রায় সকল খেলোয়াড় ছিলেন দলগত অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠে পুরো দল নিয়ে অনুশীলন করেছেন সিলেটের কোচ রাজিন সালেহ।

সেই অনুশীলনে ফরচুন বরিশালের তামিম ইকবাল খানও উপস্থিত হয়েছিলেন। হাসি-মুখে সবাই তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তাছাড়া তামিম গামিনি ডি সিলভাকে সাথে নিয়ে পরিদর্শন করেছেন একাডেমি মাঠের এক পাশে হতে যাওয়া অত্যাধুনিক ট্রেনিং জোন।

এরপর তিনিও ব্যস্ত হয়ে গেছেন নিজ দলের প্রস্তুতিতে। দুই দলের অনুশীলনের শেষেই মাশরাফি এসেছেন খানিকটা চুপিসারে। গোটা গণমাধ্যম ব্যস্ত তখন বিপিএল টাইটেল স্পন্সর ঘোষণা করবার অনুষ্ঠানে। আলাপটা চালিয়ে গেছেন অনেকটা সময় ধরেই।

এরপর বেড়িয়ে এসেছেন তিনি। মিরপুরের কুয়াশাচ্ছন্ন পরিবেশের মাঝেও সিলেটকে এক চিলতে স্বস্তির আলোই যেন দিয়ে গেলেন মাশরাফি। তবে প্রথম ম্যাচেই তাকে একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা এখনও ঝুলে আছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...