আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দশ নাম্বারে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু এতে বোধহয় সন্তুষ্ট হতে পারেননি, নিজেকে আরও উপরে নিয়ে যেতে তাই ব্যস্ত হয়ে পড়েছেন। রাওয়ালপিন্ডিতে আগের দিন বল হাতে ফাইফারের স্বাদ পাওয়ার পরের দিনই ব্যাট হাতে মুন্সিয়ানা দেখানোর লড়াইয়ে নামলেন তিনি। দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে রক্ষা করলেন বিপর্যয়ের হাত থেকে।
এর মধ্য দিয়ে দুর্দান্ত এক কীর্তি সামনে চলে আসলো বটে, গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে আট নম্বরে মিরাজের চেয়ে ভাল ব্যাটার বর্তমান টেস্ট দুনিয়ায় কেউই নেই। না, একবিন্দুও বাড়িয়ে বলছি না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের মত আভিজাত্যপূর্ণ টেস্ট দলের আট নম্বর ব্যাটারের চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন তিনি।
লোয়ার মিডল অর্ডারের পজিশনটাতে গত পাঁচ বছরে এখন পর্যন্ত ২৫ ইনিংস খেলেছেন এই ডান-হাতি। এসময় ৩২ এর বেশি ব্যাটিং গড়ে ৭১১ রান করেছেন তিনি। আট নম্বরে সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে থাকা রবিচন্দন অশ্বিনের সঙ্গে তাঁর ব্যবধান অনেক, ২৭ ইনিংস খেলে ৫৮০ রান করেছেন ভারতীয় অলরাউন্ডার।
অন্যদের মধ্যে ইংল্যান্ডের ক্রিস ওকস করেছেন ২৪ ইনিংসে ৪৬৩ রান; ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার জসুয়া ডা সিলভার ব্যাট থেকে এসেছে ১৭ ইনিংসে ৩৬১ রান। এবং পঞ্চম স্থানে আছেন কেশভ মহারাজ, ২১ ইনিংসে ৩৫৪ রান করেছেন প্রোটিয়া ক্রিকেটার – এরপর সম্ভবত টাইগার তারকার আধিপত্য নিয়ে আর কিছু বলার নেই।
বোলিং তো আগে থেকেই ছিল শক্তির জায়গা, মনোযোগের জায়গা। তবে দিন দিন ব্যাটিংকেও উন্নত করেছেন তিনি; সাম্প্রতিক ইনিংসগুলোই সেটার প্রমাণ। পাকিস্তানের বিপক্ষে চলতি ম্যাচের প্রথম ইনিংসে ৭৮ রান করেছেন এই ব্যাটার, আবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮১ রান – অর্থাৎ টানা তিন ইনিংসে তিনটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
সাকিব আল হাসানের ক্যারিয়ার যখন শেষভাগে এসে পৌঁছেছে তখনই পূর্ণাঙ্গ অলরাউন্ডার রূপে আবির্ভাব ঘটছে মিরাজের। বাংলাদেশ ক্রিকেট দ্বিতীয় সাকিবকে পাবে হয়তো পাবে না তবে অলরাউন্ডার মিরাজকে পাচ্ছে সেটা নিশ্চিত।