বার্সেলোনায় ফেরার খুব কাছে মেসি

ফুটবলের দলবদল সংক্রান্ত খবরের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসিকে ফিরিয়ে আনতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে বার্সেলোনা। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়া হয়নি তাকে।

পিএসজির সাথে মেসির চুক্তি নবায়ন যত দীর্ঘায়িত হচ্ছে ততই যেন বার্সেলোনায় ফেরার দিকেই এগোচ্ছেন মেসি। এই মৌসুম শেষেই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মেসির। কিন্তু বেতন বৃদ্ধি সহ অন্যান্য কারণে এখনো চুক্তি নবায়ন করেননি তিনি। ইতোমধ্যেই ইন্টার মিয়ামি, আল হিলাল সহ বেশ কিছু ক্লাব মেসিকে কেনার ব্যাপারে আগ্রহী থাকলেও, সময় যত গড়াচ্ছে ততই বার্সেলোনায় ফেরার দিকেই এগোচ্ছেন এই ক্ষুদে জাদুকর।

দুই যুগেরও বেশি সময়ের সম্পর্কের অবসান ঘটিয়ে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। তখন বেতন ভাতা সংক্রান্ত জটিলতায় মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পিএসজি এমনটাই জানায় তারা। তবে পরে সামনে আসে মেসি ও বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তার দ্বন্দ্বে বিষয়টি।

এমনকি লাপোর্তা যতদিন সভাপতির চেয়ারে আছেন ততদিন বার্সেলোনায় মেসি ফিরে যাবেন না বলেও জানিয়েছিলেন মেসির বাবা ও ভাই। তবে বার্সেলোনা ক্লাব মেসির ব্যাপারে আগ্রহী কিনা তা জানা যায়নি তেমন ভাবে। তবে এবার আসছে গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের ইতিহাসের সেরা তারকাকে আবারো নিজেদের ঘরে ফিরিয়ে আনতে চায় কাতালানরা। মেসির বার্সায় ফেরাটা এতদিন দূরের বাতিঘর মনে হলেও এখন সেটিকেই অনেকটাই সম্ভব বলে মনে করা হচ্ছে।

ফুটবলের দলবদল সংক্রান্ত খবরের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসিকে ফিরিয়ে আনতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে বার্সেলোনা। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়া হয়নি তাকে।

রোমানো বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়নি। সব কিছুই নির্ভর করছে মেসির সাথে লাপোর্তার সম্পর্কের ওপর। এছাড়াও বার্সেলোনা কিভাবে অর্থনৈতিক বিষয়গুলোকে মোকাবেলা করে সেটিও গুরুত্বপূর্ণ।’

রোমানো আরো বলেন, ‘নিশ্চিতভাবেই বার্সেলোনা মেসিকে দলে ভেরানোর পথেই আছে। পিএসজিও মেসির সাথে চুক্তি নবায়নের জন্য চেষ্টা চালাচ্ছে। পুরো পরিস্থিতিই এখন উন্মুক্ত। গত ডিসেম্বরের যখন মেসি পিএসজির সাথে চুক্তি নবায়নের খুব কাছাকাছি ছিলো তখমকার চেয়ে এখনকার পরিস্থিতি বার্সেলোনার জন্য আরো উন্মুক্ত।’

দুই যুগের বেশি সময় আগে টিস্যু পেপারে সাইন করার মাধ্যমে যে সম্পর্কের শুরু হয়েছিলো বার্সেলোনা ও মেসির, সেই সম্পর্কের অনেকটা অনাকাঙ্ক্ষিত সমাপ্তিই ঘটে ২০২১ সালে। সেই সমাপ্তির পর মেসি আবার কাতালান জার্সি গায়ে কখনো ন্যু ক্যাম্পে খেলবেন সেটি অবাস্তবই ছিলো। তবে ক্লাব-ফুটবলার সম্পর্কের উর্ধ্বে যে আত্মার সম্পর্ক মেসি ও বার্সার তাতে নিশ্চিতভাবেই শেষ কথা বলে কিছু নেই। রোমানোর কথা অনুযায়ী ঘরের ছেলে ঘরে ফিরলে বার্সা ভক্তদের স্বপ্নটাই আবার বাস্তব হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...