চ্যাম্পিয়নস লিগ না জিতলে মেসিকেও ছেড়ে দেবে পিএসজি

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নতুন কিছু নয়। ম্যানেজমেন্ট ও সতীর্থদের সাথে ঝামেলায় জড়ানোর পর নেইমারের প্যারিস ছাড়া এখন অনেকটাই নিশ্চিত। তবে এবার ফরাসি সংবাদ মাধ্যম ফুট মেরকাতোর দাবী, শুধু নেইমার নয়, মেসিকেও ছেড়ে দিতে পারে পিএসজি।

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নতুন কিছু নয়। ম্যানেজমেন্ট ও সতীর্থদের সাথে ঝামেলায় জড়ানোর পর নেইমারের প্যারিস ছাড়া এখন অনেকটাই নিশ্চিত। তবে এবার ফরাসি সংবাদ মাধ্যম ফুট মেরকাতোর দাবী, শুধু নেইমার নয়, মেসিকেও ছেড়ে দিতে পারে পিএসজি।

এ খবরে বিস্ময় ছড়িয়েছে চারদিকে। মেসির সাথে চুক্তি নবায়নের কথা আগাচ্ছিলো মেসির। বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির সাথে চুক্তি নবায়ন নিয়ে কথা অনেকটাই পাকাপাকি করে ফেলেছিল পিএসজি কর্তৃপক্ষ।

কিন্তু ফুট মেরকাতোর সাংবাদিক সান্তি আওনার টুইট করেছেন, ‘মেসির সাথে চুক্তির মেয়াদ বাড়াতে পিএসজি সম্ভাব্য সব কিছুই করছে। দুই পক্ষ যখন চুক্তির খুব কাছাকাছি তখন মেসির মেসির মনে সন্দেহ দানা বেঁধেছে।’

ফরাসি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ‘এমনিতে মনে হচ্ছে মেসির চুক্তি নবায়নের সম্ভাবনা বেশি। তবে মেসি আর পিএসজি দুই পক্ষই এবারের চ্যাম্পিয়নস লিগে ক্লাবের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। নেতিবাচক কিছু হলে বার্সেলোনার সাবেক দুই খেলোয়াড়ের ভবিষ্যৎ একই রকম হতে পারে। তখন নতুন ভাবে সব শুরু করার ঘোষণা দিতে পারেন পিএসজি সভাপতি।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ফ্রান্সে সর্বজয়ী পিএসজির অধরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর জন্যই মূলত নেইমারকে নিয়ে আসে প্যারিস।

কিন্তু, পাঁচ মৌসুম কেটে গেলেও এখনো ইউরোপ সেরার মুকুট পড়তে পারেনি পিএসজি। মাঝে ২০২১ সালে বার্সার মহাতারকা লিওনেল মেসিও পিএসজিতে যোগ দেন সাবেক সতীর্থ নেইমারের সাথে।

ফুট মেরকাতোর প্রতিবেদনে আরো বলা হয়, পিএসজি কর্তৃপক্ষ প্রতিবছর চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতা নিয়ে বিরক্ত। গত বছরই এই নিয়ে কথা বলেছেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি, ‘আমাদের সম্ভবত এত দামি তারকার দরকার নেই। ঝলক দেখানোর সময় শেষ হয়েছে।’

আজ রাতেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে কঠিন পরীক্ষা দিতে নামছে পিএসজি। শেষ আটে যাবার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে মেসি-নেইমাররা। পেট্রো ডলার সমৃদ্ধ দলের এবার চ্যাম্পিয়নস লিগে কোথায় গিয়ে থামে সেটিই দেখার বিষয়। কারণ চ্যাম্পিয়নস লিগে পিএসজির ভবিষ্যতের ওপরই নির্ভর করছে প্যারিসে মেসির ভবিষ্যত।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...