বার্সার জন্য হুমকি ম্যানইউয়ের গার্নাচো

এমনিতেই ইউরোপা লিগে নেমে গিয়ে ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বার্সেলোনাকে। এবার সেই দ্বিতীয় সারির আসর ইউরোপা লিগেও কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দারুণ ফর্মে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে কাতালানরা।

এমনিতেই ইউরোপা লিগে নেমে গিয়ে ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে বার্সেলোনাকে। এবার সেই দ্বিতীয় সারির আসর ইউরোপা লিগেও কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে দারুণ ফর্মে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে কাতালানরা।

কদিন আগেই রিয়ালকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। তবে বার্সেলোনার জন্য গোপন অস্ত্র প্রস্তত রাখছে রেড ডেভিলরা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো গার্নাচো ইতোমধ্যেই বেশ আলোচনায় আছেন তাঁর প্রতিভার জন্য। তাই ব্রুনো ফার্ন্দান্দেজ আর মার্কাস রাশফোর্ডদের পাশাপাশি গার্নাচোকে নিয়েও আলাদা করে ভাবতে হবে বার্সা কোচ জাভিকে।

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানইউতে আসা গার্নাচো ইতোমধ্যে অনুশীলন করেছেন আর্জেন্টিনা দলের সাথে। ম্যানইউতে আসার পরেই সাব থেকে নেমে ইতোমধ্যেই দুই গোল আর দুই এসিস্ট করেছেন গার্নাচো।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বেশ আশাবাদী তাঁর শিষ্যকে নিয়ে, ‘তাঁর মধ্যে যে সামর্থ আছে তা প্রিমিয়ার লিগের অনেক খেলোয়াড়ের মধ্যেই নেই।’

টেন হাগ আরো বলেন, ‘গত কয়েক মাসে কিভাবে দলের জন্য খেলতে হয় তা সে শিখেছে। এখন সে এখন দলের সদস্য হয়ে গেছে। তাঁর দক্ষতা গুলোই পার্থক্য গড়ে দিচ্ছে অন্যদের চেয়ে। এটি একটি প্রক্রিয়া। যদিও সে শীর্ষ পর্যায়ে এখনই দারুণ অবদান রাখছে, তাঁর উন্নতি করার আরো বেশ জায়গা আছে।’

সাম্প্রতিক কালে রক্ষন ভাগই শক্তির জায়গা হিসেবে পরিণত হয়েছে বার্সেলোনার জন্য। লা লিগায় ২১ ম্যাচের ১৫টিতেই কোনো গোল হজম করেনি বার্সা। যদিও চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রতি ম্যাচেই গোল হজম করেছে জাভির শিষ্যরা।

তাই ইউরোপা লিগে বার্সার সাফল্য অনেকটাই নির্ভর করছে কাতালানরা লা লিগার রক্ষণাত্মক রেকর্ড ইউরোপা লিগেও ধরে রাখতে পারে কিনা সেটির ওপর। যদিও বার্সা রক্ষণের পরীক্ষা নিতে প্রস্তুন হচ্ছেন রাশফোর্ড, গার্নাচোরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...