এখন ক্রিকেটের আলোচনার বিষয় ওয়েস্ট ইন্ডিজ দল। ইতিমধ্যে বাংলাদেশ সফরের দল ঘোষনা করে ফেলেছে ক্যারিবিয়রা। আর তা নিয়েই চলছে আলোচনা।
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আসন্ন এই টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দলও ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
তবে বহুল প্রতীক্ষিত এই সিরিজে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার, সহ-অধিনায়ক রস্টন চেজ, শাই হোপ, কাইরন পোলার্ড, শামার ব্রুকস, শেলডন কটরেল, এভিন লুইস ও শিমরন হেটমায়ার।
গত কয়েকটা সিরিজ ধরেই জৈব সুরক্ষা বলয়ের ভিতর ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। দীর্ঘ দিন বায়ো বাবলে থাকার তিক্ততা ও করোনার ভয়ে এই সিরিজে আসছেন না তারা। এছাড়া ব্যাক্তিগত কারণে আসতে চাননি নিকোলস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় রয়েছে ৪ জন ক্রিকেটার এবং ওয়ানডে স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় আছে ৮ জন ক্রিকেটার। ক্যারিবিয়ানদের দ্বিতীয় সারির দল ঘোষণার পর থেকেই সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছে সবাই।
তবে ওয়েস্ট ইন্ডিজ কেমন দল পাঠাচ্ছে এটা নিয়ে চিন্তা না করে নিজেদের ভালো ক্রিকেট খেলার দিকে নজর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হকের। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমিনুল হক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই ভালো। ওরা যদি এক নম্বর দলও পাঠায় আমি তো আমার প্রসেস অনুযায়ী খেলি। আমাদের প্ল্যান, রুটি, প্রসেস অনুযায়ী খেলব।’
প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ বিরতীর পর টেস্ট খেলার সুযোগ পেয়ে সেটা কাজে লাগাতে চান মমিনুল হক। টেস্ট অধিনায়ক বলেন, ‘অনেক দিন পর টেস্ট খেলবো, এটা অনেক ভালো একটা সুযোগ আমাদের জন্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল পাঠানোর ফলে সিরিজে বাংলাদেশকে সবাই এগিয়ে রাখলেও মমিনুল হক মনে করেন পূর্ণ শক্তির দল আসলেও তাদের হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে। মমিনুল হক মনে করিয়ে দেন পূর্ণ শক্তির দল এসেও ২০১৮ সালে সিরিজের দুই টেস্টেই হেরেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
তিনি বলেন, ‘একটা কথা বলবো, আগেও ওদের পূর্ণ শক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরে গিয়েছে। ওরা কি দল পাঠাচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলব, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করব।’
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, রোমারিও শেফার্ড ও হায়ডেন ওয়ালশ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডে সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
আগামী মাসের ১০ তারিখে ২ টি টেস্ট ও ৩ টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ক্যারিবিয়ানরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলার পর ২০ জানুয়ারি ১ম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২২ জানুয়ারি ২য় ওয়ানডে ও ২৫ জানুয়ারি ৩য় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ হোম অফ ক্রিকেট শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রামে। সিরিজের সব গুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।
২৮-৩১ জানুয়ারি চার দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ১ম টেস্ট ও ১১ ফেব্রুয়ারি মিরপুরে ২য় টেস্ট শুরু হবে।