টেস্ট ক্রিকেটে টপ অর্ডার ব্যাটসম্যানদের পড়তে হয় কঠিন পরীক্ষায়। ইনিংস শুরুর প্রথম সময়টায় খানিকটা বাড়িতি সুবিধা পান বোলাররা। পেসারদের নতুন বলের স্যুইং সামলাতে হয় টপ অর্ডার ব্যাটসম্যানদের। ফলে টপ অর্ডার ব্যাটসম্যানরা কাজটা ঠিকঠাক করে আসতে পারলে টেস্টে পরের ব্যাটসম্যানদের জন্য রান করা অনেক সহজ হয়ে যায়।
তবে কাজটা তো সহজ নয়। অনেকসময়ই টপ অর্ডারে খেলে ভালো করা যায় না। তবে টপ অর্ডারে মানে এক থেকে তিন নম্বরের মধ্যে ব্যাট করে অনেকে ডাক মারার রেকর্ডও করেছেন। এই তিন পজিশনে ব্যাটিং করে সবচেয়ে বেশি ডাক মারা ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা।
- ২০ বার: মাইকেল আথারটন (ইংল্যান্ড)
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন মাইক আথারটন। ইংল্যান্ডের এই ওপেনার দেশটির হয়ে মোট ১১৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে ৩৭.৬৯ গড়ে তাঁর ঝুলিতে আছে ৭৭২৮ রান। সর্বোচ্চ ১৮৫ রানের ইনিংসও আছে এই ওপেনারের ঝুলিতে।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা ওপেনারদের একজন মাইক আথারটন। তবে ডাক মারায়ও এই ব্যাটসম্যান করেছেন বিশ্বরেকর্ড। টপ অর্ডারে ব্যাট করা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ২০ বার ডাক মারার রেকর্ড তাঁর।
- ১৭ বার: আজহার আলী (পাকিস্তান) ও মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)
মাইক আথারটনের পরেই এই তালিকায় যৌথ ভাবে অবস্থান করছেন দুইজন। তাঁদের মধ্যে একজন পাকিস্তানের সফল টপ অর্ডার ব্যাটসম্যান আজহার আলী।
পাকিস্তানের হয়ে ৮৯ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের আছে ৬ হাজারের বেশি রান। তবে ডাকও মেরেছেন মোট ১৭ বার। একই সংখ্যক ডাক মেরেছেন আরেক শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান মারভান আতাপাত্তু।
- ১৬ বার: ডেভিড বুন (অস্ট্রেলিয়া)
অজি টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড বুনও আছেন আমাদের এই তালিকায়। তৃতীয় সর্বোচ্চ ১৬ বার ডাক মারার রেকর্ড করেছেন এই ব্যাটসম্যান। ১৯৮৪ থেকে ১৯৯৬ দীর্ঘ এক যুগ অজিদের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন তিনি। দেশটির হয়ে খেলা ১০৭ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৭৪২২ রান। টেস্ট ক্রিকেটে ২১ টি সেঞ্চুরিসহ ব্যাট করেছেন ৪৩.৪৭ গড়ে।
- ১৫ বার: বীরেন্দ্র শেবাগ (ভারত), অ্যান্ড্রু স্ট্রাউস (ইংল্যান্ড, ক্রেইগ ব্র্যাথওয়েট ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
টেস্ট ক্রিকেটে ১৫ বার ডাক মেরেছেন এমন টপ অর্ডার ব্যাটসম্যান মোট চার জন। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ক্রেইগ ব্র্যাথওয়েট আছেন এই তালিকায়। দেশটির হয়ে ৭৩ ম্যাচ খেলেই ডাক মেরেছেন ১৫ বার।
এছাড়া দ্য ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল টেস্টে ১৫ বার ডাক মেরেছেন। তালিকায় আরো আছেন ভারতের সর্বকালের সেরা ওপেনারদের একজন বীরেন্দ্র শেবাগ। তিনি ও ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসও ডাক মেরেছেন ঠিক ১৫ বারই।
- ১৩ বার: ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ও পঙ্কজ রায় (ভারত)
আরেক কিংবদন্তি অজি ওপেনার ম্যাথু হেইডেন। অজিদের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। সেখানে ৫০ এর উপর ব্যাটিং গড়ে করেছেন ৮৬২৫ রান। টেস্টে তাঁর ঝুলিতে আছে ৩০ টি সেঞ্চুরি। সর্বোচ্চ ৩৮০ রানের ইনিংসও এসেছে ম্যাথু হেইডেনের ব্যাট থেকে। তবে টেস্টে তাঁর ঝুলিতেও আছে ১৩ টি ডাক।
এছাড়া তাঁর সাথে আছে ভারতের আরেক কিংবদন্তি ব্যাটসম্যান পঙ্কজ রায়ের নাম। কলকাতার এই বাঙালি ব্যাটারও টেস্টে ডাক মেরেছেন মোট ১৩ বার।