বিশ্বমঞ্চের সেরা ম্যাচ সেরা

খেলা শেষ হলে প্রথম প্রশ্ন, জিতলো কারা? এরপর সবাই জানতে চায়, ম্যাচ সেরা খেলোয়াড় কে? ম্যাচের সেরা খেলোয়াড় মাত্রেই আলাদা একটা সম্মানের অধিকারী। আইসিসির বিশ্ব আসরে এই সম্মানটা যেন কয়েকগুণ বেড়ে যায়।

খেলা শেষ হলে প্রথম প্রশ্ন, জিতলো কারা?

এরপর সবাই জানতে চায়, ম্যাচ সেরা খেলোয়াড় কে? ম্যাচের সেরা খেলোয়াড় মাত্রেই আলাদা একটা সম্মানের অধিকারী। আইসিসির বিশ্ব আসরে এই সম্মানটা যেন কয়েকগুণ বেড়ে যায়। বেশ কিছু ক্রিকেটার আছেন যারা আইসিসি টুর্নামেন্টে নিজ দলের পক্ষে প্রায়শই ম্যাচ জয়ের নায়ক বনে যান। দলের পক্ষে সবচেয়ে বড় অবদান রেখে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কারও। বড় আসরে দলের পক্ষে সেরা পারফর্মার হবার স্বপ্ন সবাই কম বেশি দেখে।

বেশ কিছু ক্রিকেটার এমন আছেন যারা দলের পক্ষে সবচেয়ে বেশিবার ম্যাচ জয়ের নায়ক ছিলেন। আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার ম্যাচ সেরার পুরস্কার জয়ী চার ক্রিকেটার নিয়ে আমাদের আজকের আয়োজন।

  • মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)

আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ পুরস্কার জয়ের তালিকায় চার নম্বরে আছেন। ৪৪ বছর বয়সী এই লঙ্কান লিজেন্ড তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৯০ ম্যাচে ২৪ হাজার রান সংগ্রহ করেছেন।

আইসিসি টুর্নামেন্টে দশবার ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাহেলা। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দশবার ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে তার করা সেই সেঞ্চুরিটি ক্রিকেটপ্রেমীদের মনে অনেকদিন তাজা থাকবে। ভারতের দাপুটে পারফরম্যান্সে সেদিন মাহেলার সেঞ্চুরিটি ম্লান হয়ে যায়।

  • শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)

সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন সবচেয়ে বেশি ম্যাচ সেরা হবার তালিকায় তিনে অবস্থান করছেন। আইসিসি টুর্নামেন্টে ব্যাটে-বলে দলের পক্ষে বরাবরই অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। দলের পক্ষে অন্যতম সেরা ম্যাচ উইনার ছিলেন ওয়াটসন।

২০১৫ বিশ্বকাপে তাঁর সাথে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের মাঠের লড়াইটা সবারই মনে থাকবে। সেবার অজিরা ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত খেলা আইসিসি টুর্নামেন্টে ওয়াটসন দশবার ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন শচীন টেন্ডুলকার। মাত্র ১৬ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। শচীন তাঁর পুরো ক্যারিয়ারে ছয়টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। যার মধ্যে অবশ্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও আছে। ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন শচীন! প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করেন এই কিংবদন্তি।

পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রায় ৩৪ হাজার রানের মালিক শচীন। তার খেলা শেষ আইসিসি টুর্নামেন্টে ভারত ২০১১ বিশ্বকাপে শিরোপা জয়লাভ করে। ১৯৮৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তার ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট দশবার আইসিসি টুর্নামেন্টে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার ম্যাচ জয়ের নায়ক বনে যায় স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইল। বাঁ-হাতি এই বিধ্বংসী তারকা ব্যাটসম্যান আইসিসি বড় আসরগুলোতে ১১ বার ম্যাচ সেরার পুরষ্কার জেতেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বড় বড় ছক্কা হাঁকানোর জন্য বেশ নাম ডাক রয়েছে গেইলের। এমনকি টেস্ট কিংবা ওয়ানডেতেও তিনি কম যান না।

এই তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার যিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যারিবিয়ানদের হয়ে ব্যাট হাতে দেখা যাবে তাকে। মার মার কাট কাট ব্যাটিং করে বরাবরই দর্শকদের আনন্দ দিতে পছন্দ করেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...