Social Media

Light
Dark

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ি

ওয়ানডে ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবেই আবির্ভূত হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল বেভান। রান তাঁড়ায় সেরা ব্যাটিং গড় নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারপরে ফিনিশার হিসেবে বেশ সুনাম কুঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। বর্তমানের অধিনায়করা রান তাড়া করতেই বেশি পছন্দ করেন। যেটা গত ২০ বছর আগেও রান চেজ করা ছিলো বেশ কঠিন ব্যাপার।

বর্তমানে বিশ্বের ক্রিকেট দেশগুলোতে প্রায়শই ব্যাটিং উইকেট তৈরি করা হয়। তবুও রান তাড়া করাটা এখনো বেশ কঠিন কাজ। তবে বেশ কিছু ক্রিকেটার এই রান চেজ করে ম্যাচ জয় করাটা নিজেদের নেশায় পরিণত করেছেন।

কিন্তু সেরা ফিনিশারের মানদণ্ডটা কী? আমরা আজ দেখবো সেই সব ফিনিশারকে, যারা রান তাড়া করতে গিয়ে সবচেয়ে বেশিবার অপরাজিত ছিলেন। ম্যাচ জিতিয়ে তবেই বেশিবার মাঠ ছাড়া এই ক্রিকেটারদের নিয়ে আজকের আয়োজন।

  • বিরাট কোহলি (ভারত)

রান তাড়া করতে নেমে ৩০ বার ব্যাট হাতে অপরাজিত থেকে ভার‍তকে জিতিয়েছেন ভারতের রান মেশিন খ্যাত বিরাট কোহলি। এই ৩০ ইনিংসের অনেকবারই তার সাথে অপরপ্রান্তে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রায় পাঁচ বছর ভারতের হয়ে অধিনায়কত্ব করলেও কোহলির অধীনে ভার‍ত এখন পর্যন্ত কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি।

সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নিউজিল্যান্ডের কাছে তার অধীনের হেরেছে ভার‍ত। আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন তিনি।

  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তার ওয়ানডে ক্যারিয়ারে ৩১ বার নট আউট থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন। ক্যারিয়ারে দুইবার বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান ব্যাট হাতে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন অজিদের।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার পরের অবস্থান বিরাট কোহলি! আর সবার উপরে আছেন শচিন টেন্ডুলকার।

  • ইনজামাম উল হক (পাকিস্তান)

সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক ৩২ বার অপরাজিত থেকে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন। মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানের সাথে জুটি বেঁধে অনেক ম্যাচেই পাকিস্তানকে জিতিয়েছেন তিনি।

ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০১২ সালে তিনি পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করেন। পরবর্তীতে আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবেও তিনি চুক্তিবদ্ধ হন। এরপর চুক্তি শেষ হবার আগেই আফগান ক্রিকেট ছেড়ে পাকিস্তানের প্রধান নির্বাচক হন ইনজামাম।

  • জন্টি রোডস (দক্ষিণ আফ্রিকা)

ক্রিকেটে সর্বকালের সেরা ফিল্ডার মানা হয় সাবেক প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডসকে। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তিনি ছিলেন অসাধারণ। ৩৩টি ওয়ানডে ম্যাচে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় পাইয়েছেন। ক্যারিয়ারে ৫২ টেস্ট আর ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রোডস। ২০০৩ বিশ্বকাপের পর রোডস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

এই তালিকার সেরা ফিনিশার হিসেবে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ক্যারিয়ারে ধোনি ৪৭ ইনিংস অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ধোনি তাঁর ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই ফিনিশার হিসেবে দলে দায়িত্ব পালন করেছেন।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন গত বছর ১৫ আগস্টে। তাঁর কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তারই আরেক সতীর্থ সুরেশ রায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link