ক্রিকেট মাঠের একটি নিয়মিত ঘটনা হলো বিরতি হবার সাথে সাথে দুই দলের দুই জন ক্রিকেটার তোয়ালে, পানি কিংবা জুস নিয়ে মাঠে আসেন। এছাড়াও মাঠে খেলতে থাকা ব্যাটসম্যান কিংবা ফিল্ডারদের জন্য তাঁদের প্রয়োজনীয় ক্রিকেটীয় সামগ্রী নিয়ে মাঠে আসেন। অনেক সময় তাঁরা টিম ম্যানেজমেন্ট ও মাঠের খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের মাধ্যমও হয়ে ওঠেন।
এই কাজগুলো একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা। বিশেষ করে দ্বাদশ ক্রিকেটাররা। কখনো দলের প্রয়োজনে একাদশে থাকা কোনো ক্রিকেটারের পরিবর্তে ফিল্ডিং করতে দেখা যায় তাঁদেরকে। দ্বাদশ ক্রিকেটাররা মাঠে না খেলেও সতীর্থ ক্রিকেটারদেরকে এমন ভাবে সাহায্য করে দলকে জয় এনে দিতে সাহায্য করেন।
তবে, নিয়মিত একাদশে জায়গা পাওয়া কিংবদন্তি ক্রিকেটারদের সাধারণত এই কাজগুলো করতে দেখলে হুট করে একটু খটকা লাগে। তবে, ক্রিকেটে প্রায়ই এমন ঘটনা দেখায়। কিংবদন্তি অনেক ক্রিকেটারকেই দ্বাদশ ব্যক্তি হিসেবে পানি টানাটানির কাজ করতে দেখা গেছে। কিংবদন্তিদের জন্য এই কাজটা অসম্মানজনক কি না? – এই বিতর্কের আগুনে পানি ঢেলেছেন তাঁরা। এমনই কিছু ঘটনা নিয়ে আজকের আয়োজন।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত)
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। দলে থাকলে একাদশে থাকা সবসময়ই নিশ্চিত ছিলো মহেন্দ্র সিং ধোনির জন্য। দল থেকে ছুটি কিংবা ইনজুরি জনিত সমস্যা ছাড়া একাদশের বাইরে খুব কম সময়ের জন্যই ছিলেন তিনি।
দ্বাদশ ব্যক্তিদের এই তালিকায় সবচেয়ে জনপ্রিয় নাম সম্ভবত মহেন্দ্র সিং ধোনি। একবার নয় তাঁকে দ্বাদশ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তিন বার। ২০১২ সালে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার সাথে ভারতের ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচে দ্বাদশ ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচ এবং ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্বাদশ ক্রিকেটার ছিলেন তিনি।
এই সময়ে তাঁকে সতীর্থদের জন্য এনার্জি ড্রিংকস, জুস এবং কিট ব্যাগ নিয়ে আসতে দেখা গেছে তাঁকে।
- বিরাট কোহলি (ভারত)
বিরাট কোহলি একাদশের বাইরে থাকবেন এটা সুদূরতম কল্পনাতেও ভাবা অসম্ভব। এই ঘটনাও ঘটেছিলো ২০১৭ সালে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের আগে ফিট না থাকার কারণে একাদশে ছিলেন না বিরাট কোহলি। এই ম্যাচে দ্বাদশ ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি। এই ম্যাচে বিরাট কোহলি অনুপস্থিতিতেও ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজে জয় করে ভারত।
এই ম্যাচে দ্বাদশ ক্রিকেটার হিসেবে বার বার মাঠে মাঠে এসেছিলেন বিরাট কোহলি।
- শচীন টেন্ডুলকার (ভারত)
শচীন টেন্ডুলকারকে আলাদা করে পরিচয় করিয়ে দেবার কোনো প্রয়োজনীয়তা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সব রেকর্ড নিজের দখলে নিয়ে রেখেছেন এই মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান।
তিনি ক্যারিয়ারে যেখানেই ম্যাচেই খেলেছেন সেখানেই একাদশের নিয়মিত ছিলেন। কিন্তু একবার দ্বাদশ ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ চলাকালীন সময়ে দ্বাদশ ক্রিকেটার ছিলেন তিনি। এই ম্যাচে বিশ্ব একাদশের অধিনায়ক রিকি পন্টিং আউট হবার পর সতীর্থদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে যান তিনি।
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা যায় রিকি পন্টিংকে। এছাড়াও টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। জাতীয় দলের সব ম্যাচের একাদশের নিয়মিত সদস্য ছিলেন রিকি পন্টিং।
তিনিও অস্ট্রেলিয়া দলের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। এই ম্যাচে সতীর্থদের জন্য মাঠে নিয়ে যেতে কোনো লজ্জা পাননি রিকি পন্টিং।
- স্যার ডন ব্রডম্যান (অস্ট্রেলিয়া)
স্যার ডন ব্রডম্যানকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি গড়ের অধিকারী ছিলেন স্যার ডন ব্রডম্যান।
১৯২৮ সালে অভিষেক টেস্টে পরের টেস্টে দল থেকে বাদ পড়েন তিনি। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টেস্টে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ছিলেন ব্রডম্যান। এই ম্যাচে সতীর্থদের জন্য ড্রিংকস নিয়ে যান তিনি।
- সাকিব আল হাসান (বাংলাদেশ)
সাকিব আল হাসান, বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দলের বাইরে খুব সংখ্যক সময়ই দেখা গিয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে দল থেকে বাদ পড়েছেন ইনিজুরি জনিত সমস্যা এবং ছুটি নেওয়ার কারণে।
কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ অনেকবারই দলের বাইরে ছিলেন। সাম্প্রতিক সময়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দল কলকাতা নাইট রাইডার্স দলে দ্বাদশ ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি। সতীর্থদের জন্য মাঠে পানি এবং প্রয়োজনীয় জিনিস এনেছিলেন তিনি।
- স্কট মরিসন
এই তালিকার সবাইকে চিনলেও স্কট মরিসনকে চেনা সম্ভব নয়। কারণ তিনি কোনো ক্রিকেটার নন,তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
২০১৯ সালে অস্ট্রেলিয়ায় সফরকারী শ্রীলঙ্কা দলের বিপক্ষে অস্ট্রেলিয়ায় প্রাইম মিনিস্টার একাদশের প্রস্তুতি ম্যাচ হয়েছিলো। এই ম্যাচে দ্বাদশ ক্রিকেটারের পরিবর্তে মাঠে থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে এই কাজ করেন তিনি।
- ডেভিড ওয়ার্নার
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সেই ওয়ার্নারকেও দেখা গেছে দ্বাদশ ক্রিকেটারের ভূমিকায়। সেটা ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘটনা। এজবাস্টনে ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বাদশ ব্যক্তি হিসেবে পানি নিয়ে মাঠে নেমেছিলেন ওয়ার্নার।
আসলে এই তালিকাটা এখানেই শেষ নয়। এর বাদেও বিখ্যাত কিছু ক্রিকেটারকে দেখা গেছে দ্বাদশ ব্যক্তি হিসেবে পানি টানাটানি করতে। এখানে আসবে ইমরান তাহির, ক্যাগিসো রাবাদা, টিম সাউদি, সরফরাজ আহমেদ কিংবা কেন উইলিয়ামসনের মত ক্রিকেটাররা।