সিরিজের সেরা শিকারীদের গল্প

প্রত্যেক সিরিজের পর আলোচনা হয় কারা হলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী। আমরা আজ আলোচনা করবো এক সিরিজে সবচেয়ে বেশী উইকেট নেওয়া বোলারদের নিয়ে। 

প্রতিটা সিরিজ শেষ হলেও আমরা সিরিজ সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহকের খোজ নেই। কিন্তু সে তুলনায় সর্বোচ্চ উইকেট পাওয়া বোলারের খোজ একটু কমই হয়।

ক্রিকেট মাঠে একজন ব্যাটসম্যান যেমন ম্যাচ জেতাতে ভূমিকা রাখে ঠিক তেমন একজন বোলারের মাধ্যমেও ম্যাচ জেতা সম্ভব হয়। যদিও সাধারণ ক্রিকেট প্রেমীরা সব সময় ব্যাটসম্যানদেরকেই মনে রাখি। কিন্তু একজন বোলারকেও মনে রাখার জন্য যথেষ্ট কারণ আছে।

ভিন্ন ভিন্ন বোলিং অ্যাকশন, গতি  বিভিন্ন কারণে একজন বোলারকে মনে রাখা যায়। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে একের পর এক বোলার এসেছেন যারা ক্রিকেট বিশ্বে নিজেদের নাম উজ্জ্বল করে রেখেছেন। প্রত্যেক সিরিজের পর আলোচনা হয় কারা হলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী। আমরা আজ আলোচনা করবো এক সিরিজে সবচেয়ে বেশী উইকেট নেওয়া বোলারদের নিয়ে।

  • গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই অস্ট্রেলিয়ান গ্রেট ফাস্ট বোলার। গ্লেন ম্যাকগ্রা মূলত পরিচিত ছিলেন তাঁর দূর্দান্ত লাইন লেন্থ সহ বোলিংয়ের জন্য। ১৯৯৮-৯৯ সালে কার্লটন এবং ইউনাইটেড সিরিজে ১১ ম্যাচে শিকার করেছিলেন ২৭ উইকেট। এখন পর্যন্ত যেকোনো সিরিজে একজন বোলারের জন্য সর্বোচ্চ উইকেট শিকার এটি। এই সিরিজে তাঁর সেরা বোলিং ছিলো অ্যাডিলেডে শ্রীলংকার বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট শিকার।

  • মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক। ইনজুরি প্রবণ ক্রিকেটার হলেও বেশ নিয়মিতই জাতীয় দলে খেলছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ২০১৯ বিশ্বকাপে ১৮.৫৯ গড়ে শিকার করেছিলেন ২৭ উইকেট। এই টুর্নামেন্টে স্টার্কের সেরা বোলিং ছিলো ২৬ রানে ৫ উইকেট। যা তিনি নিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে।

  • গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা ২০০৭ বিশ্বকাপের সেরা বোলার ছিলেন। এই বিশ্বকাপে ১১ ম্যাচে ২৬ উইকেট শিকার করেছিলেন তিনি। এই সিরিজে তাঁর সেরা বোলিং ফিগার ছিলো ১৬ রানে ৩ উইকেট। ২০০৭ বিশ্বকাপে একবারো পাঁচ উইকেট নিতে না পারলেও বেশ ভালো বোলিং করেছিলেন তিনি।

  • ডেনিস লিলি (অস্ট্রেলিয়া)

ডেনিস লিলি ছিলেন তাঁর সময়ে সারা বিশ্বের অন্যতম সেরা পেসারদের মধ্যে একজন। তিনি ১৯৮০-৮১ সালে বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজে ২৫ উইকেট শিকার করেছিলেন। এই সিরিজের ১৪ ম্যাচে ১৪.৬৪ গড়ে তিনি উইকেট শিকার করেছিলেন। এই সিরিজে তাঁর সেরা বোলিং ছিলো ৩২ রানে ৪ উইকেট।

  • জোয়েল গার্নার (ওয়েস্ট ইন্ডিজ)

নিজের সময়ের সেরা বোলার ছিলেন জোয়েল গার্নার। কিন্তু তাঁর দলের অন্য বোলারদের জন্য এতো টা পরিচিতি পেতে পারেননি তিনি। ১৯৮০-৮১ সালের বেনসন এন্ড হেজেস সিরিজে ১৪ ম্যাচে শিকার করেছিলেন ২৪ উইকেট। এই সিরিজে তাঁর বোলিং গড় ছিলো ১৫.৫৪।

বেনসন এন্ড হেজেস সিরিজে তাঁর সেরা বোলিং ফিগার ছিলো ৪৫ রানে ৪ উইকেট।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...