প্রোটিয়া পেস দাপট

দক্ষিণ আফ্রিকা, ক্রিকেট বিবেচনায় পেসারদের স্বর্গরাজ্য। বাউন্সি উইকেট, পিচের ঘাস এসব কিছু মিলিয়ে পেসাররা বাড়তি সুবিধা পান। অভিজ্ঞ সব ব্যাটাররাও খাবি খান দক্ষিণ আফ্রিকায় খেলতে এসে। শুধু যে দক্ষিণ আফ্রিকান পিচ গুলোই এমন ভয়াবহ হয় তা নয়। প্রোটিয়া বোলারদের রুদ্রমূর্তি যেন আরো বেশি ভয়ার্ত। দারুণ সব পেস বোলারদের পুন্যভূমিও সেই দক্ষিণ আফ্রিকার মাটি।

আজকে প্রোটিয়া সেই সকল বিধ্বংসী পেস বোলারদের নিয়েই এবারের আয়োজন। দক্ষিণ আফ্রিকার সব রকমের ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কারা? চলুন জেনে নেই।

  • ক্যাগিসো রাবাদা 

বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের অন্যতম কান্ডারী কাগিসো রাবাদা। অনূর্ধ্ব-১৯ থেকেই বেশ সম্ভাবনা জাগিয়ে জাতীয় দলেও বেশ দারুণ পারফর্ম করছেন এই তরুণ ডান-হাতি পেস বোলার। এখনো খেলতে থাকা খেলোয়াড়দের মধ্যে সম্প্রতি তিনি পার করেছেন ৪০০ উইকেটের মাইলফলক।

সব ফরম্যাট মিলিয়ে তাঁর বর্তমান উইকেট সংখ্যা ৪২৪টি। এর মধ্যে ২৪৩টি উইকেট নিয়েছেন তিনি টেস্ট ফরম্যাটে। সাদা পোশাকে খেলেছেন ৫২টি ম্যাচ। বাকি থাকা ১৩২ উইকেট এসেছে ওয়ানডে ফরম্যাটে এবং ৪৯টি টি-টোয়েন্টিতে। এই দুই ফরম্যাটে তাঁর খেলা ম্যাচের সংখ্যা যথাক্রমে ৮৫ ও ৪০।

  • মরনে মরকেল 

দীর্ঘকায় বোলার মরনে মরকেল মূর্তিমান আতঙ্ক ছিলেন ব্যাটারদের জন্যে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে তিনি অন্যতম সেরা বোলারদের একজন বলেই বিবেচ্য হন। প্রোটিয়া জাতীয় দলের নিয়মিত মুখ মরনি মরকেল তিনটি ফরম্যাটেই খেলেছেন।

রঙিন পোশাকের পাশপাশি সাদা পোষাকেও বেশ উজ্জ্বল ছিলেন মরনে মরকেল। তাঁর ক্যারিয়ারে তিনি মোট উইকেট নিয়েছেন ৫৩৫টি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৩০৯, ১৮৮ ও ৪৭। সাদা পোশাকে ৮৬ ম্যাচের বিপরীতে রঙিন পোশাকে মোট ম্যাচ খেলেছেন ১৫১টি।

  • জ্যাক ক্যালিস

দক্ষিণ আফ্রিকা তো বটেই বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস থাকছেন আজকের এই তালিকায়। মূলত ব্যাটিং অলরাউন্ডার হলেও পেস বলটাও দারুণ করতে জানতেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

সব ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা মোট ৫৭২টি। টেস্ট এবং ওয়ানডেতে ক্যালিসের উইকেটের পরিসংখ্যানে দূরত্ব খুব একটা নেই। টেস্টে ২৯২ এবং ওয়ানডেতে ২৭৩। অন্যদিকে মাত্র ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ক্যালিস উইকেট নিয়েছেন ১২টি।

  • অ্যালান ডোনাল্ড

‘সাদা বিদ্যুৎ’ খ্যাত প্রোটিয়া বোলার অ্যালান ডোনাল্ডের আতংকে কতশত ব্যাটারের যে রাতের ঘুম হারাম হবার জো হয়েছে তা হয়ত গুণে বলা সম্ভব নয়। বাইশ গজের ত্রাস অ্যালান দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের হয়ে মোট উইকেট নিয়েছেন ৬০২টি।

অবশ্য তিনি খেলেছেন স্রেফ দুইটি ফরম্যাট। টেস্টে তাঁর উইকেট সংখ্যা তিনশ ছাড়ালেও ওয়ানডেতে তা রয়েছে দুইশ’র ঘরে। লাল বলে সাদা বিদ্যুৎ নিয়েছেন ৩৩০টি উইকেট কেবলমাত্র ৭২টি টেস্ট ম্যাচ খেলে। অন্যদিকে ১৬৪ ওয়ানডে ম্যাচে তিনি ২৭২ বার প্রতিপক্ষ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন।

  • মাখায়া এনটিনি 

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম কোন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছিলেন মাখায়া এনটিনি। তিনি তাঁর পারফর্মেন্স দ্বারা অন্যসকল কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের পথ আরো সুগম করে দিয়েছেন।

তাঁর মোট উইকেট সংখ্যা ৬৬১। টেস্ট ও ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৩৯০টি ও ২৬৬টি। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে মোটে ১০টি ম্যাচ খেলে ছয়টি উইকেট নিয়েছেন মাখায় এনটিনি।

  • ডেল স্টেইন 

ডেল স্টেইন বল হাতে যেন বাইশ গজে রীতিমত কামান ছুড়তেন। তাঁর বলের ভ্যারিয়েশনের পাশাপাশি গতির তারতম্যে তিনি ব্যাটারদের কাবু করতেও ছিলেন ওস্তাদ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ইতিহাসের একজন কিংবদন্তি ডেল স্টেইন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেট নিয়েছেন মোট ৬৯৭টি।

আর কয়েকদিন তিনি তাঁর ক্যারিয়ারটা দীর্ঘায়িত করতে পারলে হয়ত পার করতে পারতেন ৭০০ উইকেটের মাইলফলক। স্টেইন তাঁর ক্যারিয়ারে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন যথাক্রমে ৯৩, ১২৫, ৪৭টি। ফরম্যাটভেদে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে, ৪৩৯, ১৯৬ ও ৬৪টি। সব ফরম্যাটেই সমান বিধ্বংসী ছিলেন ডেল স্টেইন।

  • শন পলক

দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন শন পলক। তিনি ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করে গিয়েছেন তাঁর ক্যারিয়ারের শুরু থেকে একেবারে শেষ অবধি। দারুণ পেস বোলার পলক ছিলেন বিশ্বনন্দিত। তিনি তাঁর ক্যারিয়ারে নিয়েছেন মোট ৮২৩টি উইকেট।

যা কিনা প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ। তাঁর রেকর্ড সংখ্যক উইকেটের কাছাকাছি এখন অবধি যেতে পারেননি কোন প্রোটিয়া বোলার। ১০৮ টেস্টে তাঁর উইকেট ৪২১টি। অন্যদিকে সাদা বলের দুই ফরম্যাটে মোট ৪০৮টি উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ১৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link