Social Media

Light
Dark

অশ্বিনের জালে আর কতবার ধরা পড়বেন মুশফিক?

রবিচন্দন অশ্বিন ততক্ষণে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাদমান হোসেন আর মুমিনুল হককে। তবু কি মনে করে ইনিংসের সেরা বোলারকে ডাউন দ্য উইকেটে এসে মারতে চাইলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ করতে পারলেন না, ধরা পড়লেন মিড উইকেটে। অহেতুক ঝুঁকি নিতে গিয়ে দলকে খাদের আরও কিনারায় পৌঁছে দিলেন তিনি।

রবিচন্দন অশ্বিন ততক্ষণে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাদমান হোসেন আর মুমিনুল হককে। তবু কি মনে করে ইনিংসের সেরা বোলারকে ডাউন দ্য উইকেটে এসে মারতে চাইলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ করতে পারলেন না, ধরা পড়লেন মিড উইকেটে। অহেতুক ঝুঁকি নিতে গিয়ে দলকে খাদের আরো কিনারায় পৌঁছে দিলেন তিনি।

এই নিয়ে পঞ্চম বারের মত অশ্বিনের বলে আউট হয়েছেন টাইগার ব্যাটার। মাত্র ১১ ইনিংসে দেখা হয়েছে দু’জনের, এর মাঝে পাঁচ বারই অশ্বিনের ঝুলিতে গিয়েছে তাঁর ব্যাটার। তবে রান যে করেননি তা কিন্তু নয়, সবমিলিয়ে ২০৭ বল মোকাবিলা করে ১৪৩ রান করেছেন তিনি।

মুশফিক নিজের ক্যারিয়ারে একই বোলারের বিপক্ষে এতবার আউট হয়েছেন এর আগে একবারই। লঙ্কান স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথ তাঁকে পাঁচ পাঁচবার আউট করেছিলেন। এবার অশ্বিন বসলেন হেরাথের পাশে।

তবে ভারতীয় তারকার সামনে সুযোগ আছে এককভাবে শীর্ষে উঠে আসার, চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেও মুশফিকুর রহিমের একাদশে থাকা নিশ্চিত। তিনি নিজেও থাকবেন, তাই তো দুই ইনিংসেই তাঁর বিপক্ষে হয়তো বল করার সুযোগ পেয়ে যাবেন। সেক্ষেত্রে অন্তত একবার যদি এই ব্যাটারকে আউট করতে পারেন তাহলেই হেরাথকে ছাড়িয়ে ষষ্ঠ বারের মত মুশির উইকেট ঢুকবে তাঁর ঝুলিতে।

অবশ্য মিস্টার ডিপেন্ডেবলের কাছে বাংলাদেশের প্রত্যাশা এমন কিছু নয়। একই বোলারের কাছে বারবার আউট হওয়াটা তাঁর কাছে অপ্রত্যাশিত বটে। বিশেষ করে ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে একই ভুল বারবার পুনরাবৃত্তি করলে তিনি নিজেও বোধহয় নিজের উপর অসন্তুষ্ট হবেন।

এখন দেখার বিষয়, দ্বিতীয় টেস্টে রবিচন্দন অশ্বিনকে জবাব দিতে পারেন কি না এই তারকা। পাকিস্তানে যেই অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি, বাংলাদেশ তাঁর কাছে আবারও সে রকম পারফরম্যান্স দেখতে চায়।

Share via
Copy link