More

Social Media

Light
Dark

অনাগত ‘শুভ’দিনের বার্তাবাহক

শুভমান গিল নাকি ওভাররেটেড, কিংবা ওভার হাইপড! নিন্দুকেরা এই কথা বলে থাকেন প্রায়ই। তবে, সময়ের সাথে সাথে যে নিজের দিশাটা তিনি ভাল ভাবেই খুঁজে পাচ্ছেন – সেটা আর বলার অপেক্ষা রাখে না। 

শুভমান গিল হলেন ভারতের শুভদিনের বার্তাবাহক। অনাগত সেই শুভ দিনে হয়তো বিরাট কোহলি কিংবা রোহিত শর্মারা থাকবেন না, সেই সময় দলের রানের প্রবাহ টেনে নিয়ে যেতে হবে এই গিলকেই।

সেই যাত্রায় শুভমান গিল অবশ্য বেশ দারুণ ভাবেই আছেন। ২৬ টেস্টের ক্যারিয়ারে ছয়টি সেঞ্চুরি, ষোল’শোর ওপর রান। ২০২৪ সালে তিনি আরও এক কাঠি সরেষ।

শেষ নয় ইনিংসে গড় ৬০-এর ওপর। এই বছর তাঁর তিনটি সেঞ্চুরি আর দু’টি হাফ-সেঞ্চুরি। ধারাভাষ্য থেকেও বার বার বলা হচ্ছিল, শুভমান এখন মাইন্ডসেটে বেশ পরিপক্ক।

খেলতে জানেন দলের চাহিদা ও দলের মেজাজ বুঝে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে গিল পুরো অন্য এক মানব। ঋষাভ পান্তের সাথে জুটি গড়ার পথে তিনি একটু ম্লানই ছিলেন।

কারণ, ওই যে মাইন্ডসেট। পান্ত ওয়ানডে মেজাজে খেলে গেছেন। এই অবস্থায় গিলও সেই পথে হাঁটেননি। তিনি উইকেট আগলে রেখে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন পান্তকে।

বিশেষ করে দলের দ্বিতীয় ইনিংসে রীতিমত মাস্টার হয়ে উঠছেন গিল। এবার সেঞ্চুরি করলেন। এর আগের তিন ইনিংসে তিনি করেছেন যথাক্রমে অপরাজিত ৫২. ৯১ ও ১০৫। এখানেই তো গিল আলাদা।

সব মিলিয়ে সমালোচনার একটা জবাবও দেওয়া গেল। শুভমান গিল নাকি ওভাররেটেড, কিংবা ওভার হাইপড! নিন্দুকেরা এই কথা বলে থাকেন প্রায়ই। তবে, সময়ের সাথে সাথে যে নিজের দিশাটা তিনি ভাল ভাবেই খুঁজে পাচ্ছেন – সেটা আর বলার অপেক্ষা রাখে না।

Share via
Copy link