আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে চান না মুশফিকুর রহিম। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এখন থেকে তাই ক্যারিয়ারের পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ গুলো শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলবেন মুশফিক।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ডোমিঙ্গো জানিয়েছিলেন সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান এবং তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটের পিছনে দেখা যাবে মুশফিকুর রহিমকে। আর শেষ ম্যাচে দায়িত্ব দেওয়া হবে উইকেটের পিছনে দু’জনের পারফরম্যান্স মূল্যায়ন করার পর।
যথারীত প্রথম দুই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন সোহান। কোচের কথা অনুযায়ী আজ উইকেটের পিছনে থাকার কথা ছিলো মুশফিকের। কিন্তু আজও ম্যাচ শুরুর পর উইকেটের পিছনে সোহানকেই দেখা যায়। তাৎক্ষণিক এই সিদ্ধান্তের ব্যাখ্যা পাওয়া না গেলেও ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় ডোমিঙ্গো জানিয়েছেন আর কখনোই টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যাবে না মুশফিককে।
ডোমিঙ্গো বলেন, ‘মুশফিকের সাথে আলোচনা করেই দুই ম্যাচ পর উইকেটরক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় ম্যাচে তাঁর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার কথা ছিলো। কিন্তু সে আমাকে জানিয়েছে এই ফরম্যাটে সে আর কিপিং করতে চায়না। আমাদেরও এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমরাও তাই সোহানের দিকে নজর রাখছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে সুযোগ পেয়ে এই তিন সিরিজে উইকেটের পিছনে ও মিডল অর্ডারে আস্থার প্রতিদান দিয়েছেন সোহান। বিশেষ করে উইকেটের পিছনে সোহানের প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে সবার।
কিন্তু নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত উইকেটরক্ষক মুশফিক ফেরায় প্রশ্ন উঠেছিল এই সিরিজে উইকেটের পিছনে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন কে। তখন ডোমিঙ্গো জানিয়েছিলেন দু’জনকে দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা। তবে সিরিজের চার ম্যাচ শেষেই সুর পাল্টে গেছে বাংলাদেশের কোচের মুখে।
ডোমিঙ্গো তখন বলেছিলেন, ‘অবশ্যই, সোহান আবারও উইকেটের পিছনে থাকবে। প্রথম দুই ম্যাচে তাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সিরিজে আমরা দায়িত্ব ভাগ করে দেবো। পরের দুই ম্যাচে মুশফিক থাকবে। দু’জনে দুই ম্যাচ করে সুযোগ পেলে পঞ্চম ম্যাচে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে শুরুর দুই ম্যাচে সোহানই থাকবে।