পাকিস্তানি কিংবদন্তি বাংলাদেশের নয়া কোচ

বর্তমান সময়ে বাংলাদেশের পেসারদের উত্থানের গল্প লেখা হচ্ছে প্রতিনিয়ত। তবে এই ব-দ্বীপ থেকে যে উঠে এসেছেন বহু ঘূর্ণি জাদুকর। তারা কি তবে হারিয়ে যাবেন? কতশত জয়ের মুহূর্ত এসেছে স্পিনারদের হাত ধরে- সেসব কি অতীত হয়ে যাবে?

এমন একটা শঙ্কা হয়ত জেগেছে কারো কারো মনে। কেননা বাংলাদেশের স্পিনারদের কার্যকারিতা যেন ক্রমেই পাচ্ছিল হ্রাস। এবার অন্তত সে ধারায় বইবে না আড়াল হওয়ার বাতাস। বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মুশতাক আহমেদ। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার স্থলাভিষিক্ত হলেন লংকান কোচ রঙ্গনা হেরাথের।

প্রথমবারের মতই বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন মুশতাক আহমেদ। তবে তার কোচিং ক্যারিয়ারের ব্যপ্তি তার ক্রিকেট ক্যারিয়ারের মতই বিস্তৃত। তার নামের পাশে ৩৪৬টি আন্তর্জাতিক উইকেট রয়েছে। ঠিক তেমনি তিনি তার কোচিং ক্যারিয়ারেও ছড়ি ঘুরিয়েছেন। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচও ছিলেন তিনি।

 

তার আমলে গ্রেইম সোয়ান ইংলিশ কন্ডিশনেও বনে গিয়েছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা উইকেট শিকারি। তাছাড়া বেশ কয়েকবার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাথে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করবার সুযোগও পেয়েছিলেন তিনি। সেখানেও অল্প-বিস্তর সফলতা এসে ধরা দিয়েছে।

এবার নতুন দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রাপ্ত এক বিবৃতি মারফত তিনি বলেন, ‘ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হওয়াটা আমার জন্যে ভীষণ সম্মানের। আমি আমার নতুন দায়িত্বের জন্যে মুখিয়ে আছি। আমি চাই আমি তাদের মাঝে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে। তারা খুব শিখতে চায় এবং আমি বিশ্বাস করি তারা ভয়ংকর দলগুলোর একটি।’

মুশতাক আহমেদ ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলেও ছিলেন যুক্ত। সেখানকার কন্ডিশন সম্পর্কে তার বেশ ভাল ধারণাই রয়েছে। যেহেতু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সেখানে আয়োজিত হতে চলেছে, সেহেতু তার অভিজ্ঞতা ভীষণ কাজে দেবে। ঠিক সেদিকটা মাথায় রেখেই হয়ত তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

নিজের অভিজ্ঞতার পাশাপাশি মুশতাক খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে চান। তিনি বলেন, ‘তারা যেকোন দলকেই হারিয়ে দিতে পারে, কারণ তাদের সেই দক্ষতা, সক্ষমতা ও প্রতিভা  রয়েছে। আমি তাদের মধ্যে স্রেফ বিশ্বাসটুকু ঢুকিয়ে দিতে চাই। আমি দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে বেজায় উচ্ছ্বসিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link