কেন হঠাৎ দেশে ফিরলেন মুস্তাফিজ?

হঠাৎ করেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, গত দুই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি। তাঁর আকস্মিক এই আগমন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

হঠাৎ করেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, গত দুই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি। তাঁর আকস্মিক এই আগমন নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত কারণ নাকি অন্য কোন রহস্য সেই উত্তর খোঁজা শুরু করেছে কৌতূহলী ভক্ত-সমর্থকেরা। যদিও রহস্যময় কিছু নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে এসেছেন ফিজ।

আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। সেজন্য বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাবেন এমন সম্ভাব্য ক্রিকেটারদের আগামী চার এপ্রিল মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। আর এই সম্ভাব্য তালিকায় রয়েছেন তিনি; তাই ভারত থেকে উড়ে আসতে হয়েছে।

পরদিনই অর্থাৎ পাঁচ এপ্রিল রাতে আবার মাঠে নামবে এই পেসারের দল চেন্নাই সুপার কিংস। কিন্তু, ভিসার কাজ শেষ করে পুনরায় দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না তিনি সেটা এখনো নিশ্চিত নয়। যদিও টিম ম্যানেজম্যান্ট তাঁকে একাদশে দেখতে চাইবে, কেননা প্রথম দুই ম্যাচেই দলের জয়ে অবদান ছিল তাঁর।

এছাড়া আট এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়রা। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে কাটার মাস্টারের থাকাটা নিশ্চিত।

তবে দূতাবাসের বিষয় একটু আলাদা, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যায় না কখন শেষ হবে। তাই কোন কারণে ভিসা প্রক্রিয়া দেরি হলে এই ম্যাচটিও মিস করতে পারেন তিনি। সেক্ষেত্রে তাঁকে অপেক্ষা করতে হবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

এখন পর্যন্ত আইপিএলে তিন ম্যাচ খেলে সাত উইকেট শিকার করেছেন এই তারকা। পার্পল ক্যাপটা তাই তাঁর দখলে, যদিও টুর্নামেন্ট শেষে এটা নিজের কাছে রাখতে পারবেন সেই সম্ভাবনা ক্ষীণ। কেননা ১২ই মে এর পরে এনওসির মেয়াদ শেষ হবে, বিসিবি পুনরায় এনওসি না দিলে তাঁকে ধরতে হবে দেশের বিমান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...