আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি বেজায় বাজে কেটেছে মুস্তাফিজুর রহমানের। তবুও এই ম্যাচ দিয়ে বিরল এক রেকর্ডে সবার উপরে উঠে গেছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ডট বলের মালিক এখন বাংলাদেশের কাটার মাস্টার।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। বোলারদের উপর ভরসা থেকেই এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে। আর সেই বোলিং ইউনিটের প্রধান অস্ত্র মুস্তাফিজ। তবে এদিনটা চিরায়ত মুস্তাফিজের অনুপস্থিতি ছিল স্পষ্ট।
চার ওভারে ৪০ রান খরচা করেছেন মুস্তাফিজ। বহুদিন বাদে মুস্তাফিজের এমন ছন্দপতন। একটি উইকেটের দেখাও তিনি পাননি। চেনা মুস্তাফিজের সম্পূর্ণ বিপরীত চিত্র। ডেথ ওভারে দুর্ধর্ষ মুস্তাফিজেরও দেখা মেলেনি। শেষ দুই ওভারে ১৬ রান খরচা করেছেন বাংলাদেশের প্রিমিয়াম পেসার।
তবে এই পুরো ইনিংসে সাতটি ডটবল আদায় করেছেন তিনি। এই ম্যাচ খেলার আগে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডটবলের মালিক ছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ১১৩৮টি ডট বল করেছিলেন তিনি তার পুরো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে। মুস্তাফিজ ঠিক তার পরের অবস্থানেই ছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে সাত ডটবলে তিনি ছাপিয়ে গেছেন টিম সাউদিকে। এই মুহূর্তে মুস্তাফিজের ডট সংখ্যা ১১৪২টি। ডট আদায়ের ক্ষেত্রে এখনও একটিভ বোলারদের মধ্যে রীতিমত ধরাছোঁয়ার বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। তার নিচে থাকা, আদিল রশিদের ডটবলের সংখ্যা ৯৮৮টি। পরের স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান, তার ডট সংখ্যা ৯৭৫টি।
অতএব মুস্তাফিজ যে এই রেকর্ডের শীর্ষস্থানে রাজত্ব করতে চলেছে দীর্ঘদিনের জন্যে, সেটা প্রায় সুনিশ্চিত। এই সংখ্যাটাকে ঠিক কোথায় নিয়ে গিয়ে তিনি থামবেন, সেটা হয়ত সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে সাদা বলে মুস্তাফিজের যাত্রা সংক্ষিপ্ত না হোক- তেমনটাই হয়ত প্রত্যাশা সকলের।