রিয়াল মাদ্রিদ ডাগআউটে আসছেন আর্জেন্টাইন কোচ!

পেরেজের পছন্দের তালিকায় সেই কোচ হলেন একজন আর্জেন্টাইন। তিনি মাউরিসিও পচেত্তিনো। সবশেষ পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পচেত্তিনো। তাঁর অধীনে ফ্রেঞ্চ কাপ জিতেছিল পিএসজি। আর এর আগে টটেনহ্যামের কোচ থাকাকালীন দলকে নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে। যদিও সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরেই শিরোপা খোয়াতে হয়েছিল তাঁকে। 

ব্রাজিলের কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি- এমন একটা গুঞ্জন আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) সেই সম্ভাবনাকে স্রেফ উড়িয়ে দিয়েছে।

ইতালিয়ান এ কোচ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ডাগআউট সামলানোর দায়িত্বে আছেন। নিজের দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে বেশ সফল কার্লো আনচেলনত্তি। তাঁর অধীনে গত বারের চ্যাম্পিয়নস লিগ শিরোপা সহ লা লিগাতেও চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। সবশেষ, আল হিলালকে হারিয়ে এবারের ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছে তাঁর দল।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ডাগআউটে দারুণ সফল এ ইতালিয়ান কোচ। কিন্তু এ মৌসুমই হতে যাচ্ছে তাঁর শেষ মৌসুম। আগামী জুনের আগেই মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে দিবেন আনচেলত্তি। সেটি নিশ্চিত করেছেন স্বয়ং রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ।

রিয়াল মাদ্রিদ বোর্ডও সেই সম্ভাবনাকে মেনে নিয়ে বিকল্প খুঁজতে শুরু করেছে। স্পেনের এক গণমাধ্যম জানিয়েছে, এর মধ্যেই পেরেজ নাকি কোচের নামও পছন্দের তালিকায় রেখেছেন।

পেরেজের পছন্দের তালিকায় সেই কোচ হলেন একজন আর্জেন্টাইন। তিনি মাউরিসিও পচেত্তিনো। সবশেষ পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পচেত্তিনো। তাঁর অধীনে ফ্রেঞ্চ কাপ জিতেছিল পিএসজি। আর এর আগে টটেনহ্যামের কোচ থাকাকালীন দলকে নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে। যদিও সেবার রিয়াল মাদ্রিদের কাছে হেরেই শিরোপা খোয়াতে হয়েছিল তাঁকে।

অবশ্য মাদ্রিদের ডাগআউটে দায়িত্ব নেওয়া সম্ভাব্য তালিকায় পচেত্তিনোই চূড়ান্ত নন। তবে এই মুহূর্তে তিনি কোনো ক্লাবের দায়িত্বে না থাকায় মাদ্রিদে আসার সম্ভাবনা রয়েছে। আর স্প্যানিশ গণমাধ্যম থেকে ভেসে আসা খবর যদি সত্য হয় তবে পচেত্তিনোই হতে পারেন রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...