নো লুক শটের বিচিত্র ইউরোপিয়ান ভার্সন

ইউরোপিয়ান ক্রিকেট লিগের সৌজন্যে দেখা গেল ভিন্নধর্মী এক নো লুক শট, যেখানে আবার ওয়ান হ্যান্ডেড ফ্লিকের অস্তিত্বও রয়েছে। 

নো লুক শট – শোনা মাত্রই মাথায় আসবে সায়িম আইয়ুবের নাম। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি এই তারকা এই শটে দারুণ পারদর্শী হয়ে উঠেছেন; এছাড়া আন্দ্রে ফ্লেচার, ঋষাভ পান্তরা প্রায় মাথা না তুলেই বলকে মাঠ ছাড়া করেন। তবে এবার দেখা গেল ভিন্নধর্মী এক নো লুক শট, যেখানে আবার ওয়ান হ্যান্ডেড ফ্লিকের অস্তিত্বও রয়েছে।

ইউরোপিয়ান ক্রিকেট লিগের সৌজন্যে এমনই অদ্ভুত এক দৃশ্যের দেখা মিলেছে। বোলিং প্রান্তে তখন ছিলেন লাহির খান, ব্যাটিংয়ে এস সিং – বোলার তাঁর ফুলার লেন্থের ডেলিভারিটা পিচ করিয়েছিলেন লেগ স্ট্যাম্প করিডোরে; ব্যাটার বলের লাইন লেন্থ বুঝতে পেরে খানিকটা সরে গিয়েছিলেন অফ সাইডে; এরপর না তাকিয়েই বলকে ফাইন লেগ অঞ্চলের দিকে ফ্লিক করে দিয়েছেন।

ফ্লিক করার সময় আবার স্রেফ এক হাত ব্যবহার করেছেন তিনি; আরেকটা হাত ছুটে গিয়েছিল ব্যাট থেকে। তাতে অবশ্য সমস্যা হয়নি – বল ঠিকই আশ্রয় নিয়েছে বাউন্ডারির বাইরে। হঠাৎ করে দেখলে মনে হবে ঋষাভ পান্তের ওয়ান হ্যান্ডেড ফ্লিক অনুসরণ করার চেষ্টা করছেন কোন অ্যামেচার ক্রিকেটার।

অবশ্য এই আলোচিত শট ভালভাবে খেললেও প্লেসমেন্ট ঠিক ছিল না। ফাইন লেগের ফিল্ডার বরাবর ছুটে গিয়েছিল বল, যদিও মিস ফিল্ডিংয়ে সেটাকে চার বানিয়ে দিয়েছেন এই ফিল্ডার।

ইউরোপে ক্রিকেটে এখনো তেমন বিস্তার ঘটেনি, তবে মহাদেশীয় ক্রিকেট লিগ জমজমাট হয়ে উঠেছিল অনেক আগ থেকেই। শখের বশে হোক কিংবা নিজের সামর্থ্যের প্রমাণ দিতে – সেখানকার স্থানীয়রা স্বত:স্ফূর্তভাবেই অংশ নিচ্ছেন ব্যাট বলের খেলায়।

পুরো ক্রিকেট বিশ্বকেই বিনোদন দিচ্ছেন তাঁরা। কখনো ব্যতিক্রমী কোন ডেলিভারিতে বিস্ময় সৃষ্টি করেছেন, কখনো আবার অবিশ্বাস্য কোন শট খেলে বিস্মিত করছেন। যদিও ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে লড়াই করার জন্য আরও বহুদূর হাঁটতে হবে তাদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...