কলকাতার বিরুদ্ধেই মুস্তাফিজের প্রত্যাবর্তন!

ভারতে ফিরে গিয়েই মাঠে নামতে হবে মুস্তাফিজুর রহমানকে। খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

ভারতে ফিরে গিয়েই মাঠে নামতে হবে মুস্তাফিজুর রহমানকে। খেলবেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। দেশে এসে ভিসা প্রক্রিয়া শেষ করে রোববার পুনরায় চেন্নাই ফিরে নিজ দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

মূলত আগামী জুন মাসে যুক্তরাস্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাস্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে গত ২ এপ্রিল দেশে ফিরেছিলেন মুস্তাফিজ।

চলমান ইন্ডিয়ান প্রিমিঢার লিগে(আইপিএল) সিএসকের প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করেন মুস্তাফিজ। বর্তমানে লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে সিএসকে। মুস্তাফিজকে ছাড়া চেন্নাই তাদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে।

সোমবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে খেলকে সিএসকে। এ ম্যাচে মুস্তাফিজের খেলার যথেষ্ট সম্ভাবনা আছে।

এমন আভাস দিয়েছেন দলের কোচ স্টিভেন ফ্লেমিং। আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...