পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এরই মধ্যে দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর শত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকা পাকিস্তান সেই বিশ্বকাপের দলও গুছিয়ে এনেছে।
ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর বাবর আজমকে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে অব্যহতি দিয়ে হুট করে আবার অধিনায়কত্বে ফিরিয়ে আনা হয়। তারপরও সম্প্রতি ঘরের মাঠে দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ড্র করে পাকিস্তান। সব মিলিয়ে সাবেকদের সমালোচনায় পিষ্ট হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর মধ্যেই শোনা যাচ্ছে আগামী দুই একদিনের মধ্যে আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ, এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে (পিসিবি)। মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সূত্রানুসারে এই অ্যাসাইনম্যান্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করতে যাচ্ছে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রতিটি দলকে স্কোয়াড ঘোষনা করার শেষ সময় এক মে পর্যন্ত বেধে দিয়েছে আইসিসি, তবে পিসিবি চাইলে ২৫ মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারে। এই তারিখের পরে যদি স্কোয়াডে কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে তবে সেক্ষেত্রে আইসিসি থেকে অনুমোদন নিয়ে তবেই পরিবর্তন করতে হবে।
সেই দল কেমন হবে? – এই নিয়ে চলছে আলোচনা। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের টিকে যাওয়াটা অনেকটা অনুমিতই। তবে, মোহাম্মদ হারিস, হারিস রউফ কিংবা আজম খান ও উসমানরা আদৌ থাকবেন কি না – সেটা সময় হলেই জানা যাবে।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের আগে পাকিস্তান একটি ছোট ক্যাম্পের আয়োজন করবে। বিশ্বকাপের আগে প্রস্তুতিস্বরূপ মে মাসে সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এর মধ্যে মধ্যে তিনটি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং চারটি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
অধিনায়ক বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান আগামী সাত মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর খেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।