পাকিস্তান ক্রিকেটের সাথে বিতর্ক যেন শেষই হচ্ছে না। পাকিস্তানের ক্রিকেটাররা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই বলুক বা করুক না কেন তারা সব সময়ই ভুল কারণেই খবরে আসছেন। মাত্র দু’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পরে, যেখানে অধিনায়ক বাবর সতীর্থ আজম খানের স্থূলতার মজা করছেন।
এবার পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ একটি আলোচনা অনুষ্ঠানের ভিডিও বার্তা শেয়ার করেন। তিনি পাকিস্তান দল আয়োজিত একটি ব্যাক্তিগত নৈশভোজের বিষয়ে আলোচনা করেন যেখানে ভক্তরা ২৫ ডলারের বিনিময়ে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে দেখা করতে পারে।
লতিফ বলেন, ‘অফিসিয়াল ডিনার হয়ে থাকে, কিন্তু এটি ব্যক্তিগত ডিনার। কে এটা করতে পারে? এটা লজ্জাজনক, তার মানে আপনি ২৫ ডলারে আমাদের খেলোয়াড়দের সাথে দেখা করতে পারছেন। বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে, লোকে বলতে পারে আমাদের ক্রিকেটাররা টাকা কামাচ্ছে। যা দলের জন্য সত্যিই অনেক লজ্জাজনক।’
অনুষ্ঠানটির পরিচালক যোগ করেন যে, পাকিস্তানের ক্রিকেটাররা জাতীয় দলের দায়িত্বে থাকা অবস্থায় এমন ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান করতে পারেন না এবং তাও ২৫ ডলারের বিনিময়ে।
সমালোচনা করে রশিদ লতিফ বলেন, ‘লোকে আমাকে বলে যে পাকিস্তানের খেলোয়াড়দের যেই ডাকে, তারা শুধু জিজ্ঞেস করে, কত টাকা দেবে? এই ব্যাপারটি সাধারণ হয়ে গেছে। কিন্তু আমাদের সময় পরিস্থিতি ভিন্ন ছিল। আমরা ২-৩ টি ডিনার করতাম কিন্তু তা অফিসিয়াল ছিল। কিন্তু এটি সবার দৃষ্টিগোচর করা হয়েছে কারণ এটি বিশ্বকাপ। তাই খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে। আপনি ২-৩ টি ডিনারে যোগ দিতে পারেন তবে এভাবে নয় ৷ এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান যার সাথে পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের নাম যুক্ত। এমন ভুল আর করবেন না।’
বৃহস্পতিবার ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবার নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর রবিবার নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।