স্পিনে দূর্বল পাকিস্তান!

ফর্ম আছে, বৈশ্বিক আসর জয়ের সম্ভাবনাও আছে। পাকিস্তান ক্রিকেটে তাই সুদিন। বাবর আজমের দলের ওপর আশাও অনেক। যদিও, সেই আশার পালে হাওয়াটা পুরোপুরি লাগছে না স্রেফ একটা কারণে। আর সেটা হল পাকিস্তানি ব্যাটারদের স্পিনে দূর্বলতা।

ফর্ম আছে, বৈশ্বিক আসর জয়ের সম্ভাবনাও আছে। পাকিস্তান ক্রিকেটে তাই সুদিন। বাবর আজমের দলের ওপর আশাও অনেক। যদিও, সেই আশার পালে হাওয়াটা পুরোপুরি লাগছে না স্রেফ একটা কারণে। আর সেটা হল পাকিস্তানি ব্যাটারদের স্পিনে দূর্বলতা।

রীতিমত বড় এক অভিযোগ। এর পক্ষে বিপক্ষে মতও থাকতে পারে। তবে, অভিযোগটা যদি করেন স্বয়ং রমিজ রাজা তাহলে নড়েচড়ে বসতেই হয়। ক’দিন আগেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদে থাকা রমিজ রাজা মনে করেন, এই স্পিন দূর্বলতাই এখন পাকিস্তান দলের সবচেয়ে বড় সংকট।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক স্মরণ করিয়ে দিলেন যে, এশিয়া কাপ ও বিশ্বকাপ হবে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে। মানে, ঐতিহাসিক ভাবেই এখানকার পরিবেশ ও উইকেট স্পিন সহায়ক। ফলে, জিততে হলে স্পিনের বিপক্ষে ভাল খেলার কোনো বিকল্প নেই।

তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তানের স্পিনে দূর্বলতা আছে। এটা এমন একটা সংকট, যা দ্রুত দূর করা দরকার। আর বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ -দু’টোই হবে স্পিন সহায়ক উইকেটে।

পাকিস্তানকে সতর্ক করে দিয়ে এই ধারাভাষ্যকার বলেন, ‘এই ইস্যুর সমাধান করা না গেলে, টুর্নামেন্টগুলোতে সামনের দিকে এগোনো শক্ত হবে। গাড়ির হেডলাইটের সামনে খরগোশ যেমন স্তম্ভিত হয়ে যায়, স্পিনের সামনে পাকিস্তানি ব্যাটাররাও তেমনই।’

যদিও, বাবর আজমের ওপর আস্থা রাখছেন রমিজ রাজা, যদিও বাবরের ওপর দল একটু বেশিই নির্ভরশীল বলে সমালোচনাও করলেন। আফগানিস্তানের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান দল বাবর আজমের ওপর অনেক বেশি নির্ভরশীল, সেটা টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি – যাই হোক না কেন। এমনকি বাবর ডাক মারলেও হেডলাইন বনে যান।’

এর অর্থ হল, বাইরের থেকে পাকিস্তানকে যতই শক্তিশালী মনে হোক না কেন – দূর্বলতা ঠিকই আছে। আর এর সমাধান যত দ্রুত হবে – ততই সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে বাবর আজমের দলের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...