ব্যাট করছে তামিমের দল

শ্রীলঙ্কা গিয়ে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দুই দিন অনুশীলন করার পর আজ নিজেদের ভিতর ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের দুই দল টিম গ্রিনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক এবং টিম রেডকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

শ্রীলঙ্কা গিয়ে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দুই দিন অনুশীলন করার পর আজ নিজেদের ভিতর ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের দুই দল টিম গ্রিনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক এবং টিম রেডকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

কাটুনায়েকে চিলাও ম্যারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে সকালে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে টিম রেড। টিম রেডের হয়ে আরো খেলছেন মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও সাপোর্ট টিমের একজন সদস্য।

মমিনুল হকের নেতৃত্বে টিম গ্রিনের হয়ে খেলছেন সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, মকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম ও এবাদত হোসেন।

সম্প্রতি বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সহ উপমহাদেশের দেশ গুলোতে করোনার সংক্রমণ বেশ উদ্বেগজনক। শ্রীলঙ্কাতেও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। করোনার এমন পরিস্তিতিতে প্রস্তুতি ম্যাচের জন্য তাই বাংলাদেশকে দল দেয়নি শ্রীলঙ্কা। এজন্য বাধ্য হয়েই নিজেদের ভিতর ভাগ হয়েই প্রস্ততি ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে।

প্রস্তুতি ম্যাচ খেলার পর আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) এবারের আসরে খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান।

টিম গ্রিন: সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মমিনুল হক(অধিনায়ক) ইয়াসির আলী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, মকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম ও এবাদত হোসেন।

টিম রেড: তামিম ইকবাল(অধিনায়ক) মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও সাপোর্ট টিমের একজন সদস্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...