কাশিম আকরামের ইতিহাস

পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান ৩ উইকেটে ৩৬৫ রান তোলে। ওপেনার শেহজাদ ৭৩ রান করেন। এরপর আরেক ওপেনার হাসিবুল্লাহ খানকে নিয়ে ইতিহাস করেন কাশিম। হাসিবুল্লাহ ১৩৬ রান করেন। আর কাশিম মাত্র ৮০ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় ১৩৫ রানে অপরাজিত থাকেন।

নামের মধ্যে লুকানো দুই পাকিস্তানী গ্রেট ক্রিকেটারের নাম। পাকিস্তানের প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটস্যান ছিলেন কাশিম ওমর। আর ওয়াসিম আকরামের কথা তো বলাই বাহুল্য। আর এই দুইয়ে মিলিয়ে যেনো এসেছেন এ কাশের কাশিম আকরাম।

নামের সম্মান রেখে এক বিশ্বরেকর্ড করে ফেললেন কাশিম। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৪৫ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি করলেন ও ৫ উইকেট তুলে নিলেন কাশিম। অধিনায়ক কাশিমের এই দোর্দন্ডপ্রতাপ পারফরম্যান্সে ভর করে গতকাল শ্রীলঙ্কাকে ২৩৮ রানে হারিয়েছে পাকিস্তান যুব দল।

পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান ৩ উইকেটে ৩৬৫ রান তোলে। ওপেনার শেহজাদ ৭৩ রান করেন। এরপর আরেক ওপেনার হাসিবুল্লাহ খানকে নিয়ে ইতিহাস করেন কাশিম। হাসিবুল্লাহ ১৩৬ রান করেন। আর কাশিম মাত্র ৮০ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় ১৩৫ রানে অপরাজিত থাকেন।

জবাব দিতে নামা শ্রীলঙ্কাকে শুরু থেকেই চেপে ধরেন কাশিম। তেুলে নেন টানা প্রথম ৫ উইকেট। শ্রীলঙ্কা ৪১ রানের মধ্যে যে ৫ উইকেট হারায়, তার সবগুলোই কাশিমের নেওয়া। কাশিম ১০ ওভারে ৩৭ রানে ৫ উইকেট তুলে নেন। ১২৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা যুব দল।

আন্তজাতিক স্তরে কাশিম এখনও অপরিচিত নাম। কিন্তু পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কাশিম বেশ পরিচিত নাম। এই তরুন এরই মধ্যে সেন্ট্রাল পাকিস্তানের হয়ে প্রথম শ্রেনীর ক্রিকেট খেলে ফেলেছেন তিনি। ৯ ম্যাচে ৩৮৯ রানের পাশাপাশি ৯ উইকেট আছে তার। এ ছাড়া তাকে নিয়ে এবারের পিএসএলেও ছিলো বেশ আগ্রহ। শেষ অবধি করাচি কিংসের হয়ে খেলবেন তিনি বিশ্বকাপ শেষে।

কাশিমের এই পারফরম্যান্সের মধ্যে দিয়ে পঞ্চম স্থান নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করলো পাকিস্তান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...