হেটমেয়ারকে কাজে লাগাতে ব্যর্থ রাহুল দ্রাবিড়!

হেটমেয়ারকে লুকিয়ে রাখছেন কেন? তাকে কত টাকায় দলে রেখেছেন? ১১ কোটি। তাকে খেলাচ্ছেন কিনা আট নম্বরে। যেখানে সে গায়নার হয়ে নামে তিন অথবা চার নম্বর পজিশনে। আপনি বলতে পারেন তাকে, ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারেনি।

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের শুরুতেই বিপাকে রাজস্থান রয়্যালস। এতেই ভক্ত-সমর্থকদের রোষানলে পড়েছেন দলটির কোচ ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তার বিরুদ্ধে চটেছেন ক্রিকেট বোদ্ধারাও। শিমরন হেটমেয়ারকে চড়া মূল্য দলে রেখে দেওয়ায় প্রশ্ন উঠছে তার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়েও।

সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে নিজের আক্রোশ প্রকাশ করেছেন সাইমন ডুল। সাবেক এই কিউই তারকা প্রশ্ন তুলেছেন হেটমেয়ারের ব্যাটিং পজিশন নিয়ে। তাকে ১১ কোটি রুপিতে দলে রেখে দিলেও, কেন আট নম্বরে নামানো হচ্ছে তা নিয়ে হতবাক তিনি। সচারাচর তিন বা চারে ব্যাট করা এই ক্যারিবিয়ান হার্ডহিটারকে এত নিচে কেন খেলানো হয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি।

তিনি বলেন, ‘হেটমেয়ারকে লুকিয়ে রাখছেন কেন? তাকে কত টাকায় দলে রেখেছেন? ১১ কোটি। তাকে খেলাচ্ছেন কিনা আট নম্বরে। যেখানে সে গায়নার হয়ে নামে তিন অথবা চার নম্বর পজিশনে। আপনি বলতে পারেন তাকে, ফিনিশার হিসেবে ব্যবহার করতে পারেনি। কিন্তু তা অবান্তর চিন্তাভাবনা। সে একজন ব্যাটার। আপনার রিসোর্স তো আগে ব্যবহার করে পরে ইমপ্যাক্ট সাবের কথা ভাববেন তাইনা! প্রথম দুই ম্যাচে খুবই বাজে পরিকল্পনা করেছে রাজস্থান। আসলেই কিছু সিদ্ধান্ত অত্যন্ত বাজে ছিল, যার সাথে আমি মোটেও একমত নই।’

ডুল বিশ্বাস করেন শুভাম দুবেকেও ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করা বাজে সিদ্ধান্ত। তাকে হেটমেয়ার ও আর্চারের পরে ব্যবহার করা উচিত ছিল। তিনি আরও বলেন, ‘হেটমেয়ারকে যদি পাঁচ বা ছয়ে পাঠানো যায়, কিছু রান যদি সে বের করতে পারে। একটা ভালো পার্টনারশিপ যদি তার ধ্রুব জুরেলের সাথে হয়ে যায়, তাহলে দুবেকে আর দরকারই হয় না। আর্চারও এসে পড়ে বড় বড় ছক্কা হাঁকাতে পারবে। যা দুবের নয় বলে ১২ রান থেকে বড় ইমপ্যাক্ট। আপনি তাই হেটমেয়ার আর আর্চারকেই ইমপ্যাক্ট ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে করে দলে আরেকটা স্পিন বোলার আপনি যুক্ত করতে পারবেন।’

সাবেক ইংলিশ ক্রিকেটার নিক নাইটও সুর মিলিয়েছেন তার সাথেই। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বুঝলাম না, আসলেই বুঝলাম না কেন আপনি হেটমেয়ারকে কিনেছেন।আপনি তো জানেন, আপনি কেন তাকে কিনেছেন, তাই না? সে একজন বিশ্বমানের খেলোয়াড়। আপনি তাকে কিনেছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে, বদলে দিতে। এত নিচে খেলালে সে কতটুকুই পরিবর্তন করতে পারবে ম্যাচের ভাগ্য?’

ভারতের বর্ষীয়ান তারকা আম্বাতি রাইডুও একই ভুল ধরেছেন দ্রাবিড়ের। তিনি মনে করেন দ্রাবিড় হেটমেয়ারকে আগে না পাঠিয়ে পিচের সুবিধা নিতে পারেনি। সাধারণত এমন পিচে হেটমেয়ার বেশ ভালো করেন।

রাইডু বলেছেন, ‘হেটমেয়ার স্পিন ভালো খেলে। স্লো উইকেটে তাকে দুর্দান্ত পারফর্ম করতে দেখেছি আমরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এমন উইকেটেই সে ঝড় তুলে। রাজস্থান এই ট্রিক্সসটা মিস করে গেছে।’ এখন দেখা যাক, এত সমালোচনায় হেটমেয়ারকে নিচে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় কিনা দ্রাবিড় ও রাজস্থান!

Share via
Copy link