সুখকর ছিল না বাবর-রমিজ বাক্যালাপ

পাকিস্তান আর বাবর যখন বিশ্বকাপে এসে ছন্দহারা ঠিক তখন যেন রূঢ় হয়ে উঠলেন স্বয়ং রমিজ রাজাও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর বাবরে সাথে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। বাবরকে কী বলেছিলেন তিনি?

বাবর আজমকে প্রায় সময়েই প্রশংসা ভাসান পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। একবার তো বাবরের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে তাঁকে বিয়েই করতে চেয়েছিলেন এ ধারাভাষ্যকর।

তবে পাকিস্তান আর বাবর যখন বিশ্বকাপে এসে ছন্দহারা ঠিক তখন যেন রূঢ় হয়ে উঠলেন স্বয়ং রমিজ রাজাও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর বাবরে সাথে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেখানে রমিজ রাজাকে দেখে বেশ অসন্তুষ্টই মনে হয়েছে। 

বাবর আজমকে ঠিক কী বলেছিলেন রমিজ রাজা? সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষক, রমিজ-বাবরের আলাপচারিতার বিষয়বস্তু নিয়ে আগ্রহের যেন কমতি নেই। অবশেষে সেটি খোলাসাও করেছেন রমিজ রাজা। 

পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সেই মুহূর্তে বাবরের সাথে আলাপচারিতা নিয়ে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, ৪২ আর ৪৬ ওভারে তুমি কেন স্পিনার খেলালে? ঐ সময় হাসান আলী রিভার্স সুইং পেত। আর তাতে ২/৩ টা উইকেট পড়লে ম্যাচের মোড় ঘুরতে পারতো। কিন্তু ও আমাকে বলে, সেই সময় স্পিনাররা স্পিন পাচ্ছিল৷ এজন্যই সে স্পিনারদের দিয়ে ঐ দুইটা ওভার করিয়েছে।’

এরপর তিনি বাবরের কড়া সমালোচনা করে বলেন, ‘আসলে এই জায়গা থেকে কোনো দলের উত্তরণ ঘটাতে পারে অধিনায়কই। স্পিনারই ছন্দে নেই। সে ক্ষেত্রে নেতৃত্বগুণ দিয়েই কৌশল সাজাতে হবে। কিন্তু বাবরের শরীরী ভাষায় তা ফুটে ওঠেনি। ওকে দেখে একদমই ‘দমে গিয়েছে’ এমন মনে হয়েছে। এমন নেতৃত্বগুণ দিয়ে বেশিদূর যাওয়া বেশ কঠিন। কারণ অধিনায়কের শরীরী ভাষা এমন হলে, দলও কখনও চাঙ্গা থাকবে না৷’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...