রিয়ালের পথে মরক্কোর নায়ক বোনো

২০১৪ বিশ্বকাপের তারকা হামেস রদ্রিগেজ আর কেইলর নাভাসকে বিশ্বকাপ পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলে দলে ভেড়ায় রিয়াল। ২০১৮ সালে রিয়ালে যোগ দেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা দুই পারফর্মার ইডেন হ্যাজার্ড আর থিবো কর্তোয়াকে। কাতার বিশ্বকাপে এবার রিয়াল আগ্রহী রূপকথার জন্ম দেয়া মরক্কোর রূপকথার নায়ক ইয়াসিন বোনোর প্রতি।

বিশ্বকাপের সেরা পারফর্মারদের বিশ্বকাপ পরবর্তী দলবদলে দলে ভেড়ানো যেন রীতিতেই পরিণত করেছে রিয়াল মাদ্রিদ। ২০১৪ বিশ্বকাপের তারকা হামেস রদ্রিগেজ আর কেইলর নাভাসকে বিশ্বকাপ পরবর্তী গ্রীষ্মকালীন দলবদলে দলে ভেড়ায় রিয়াল।

২০১৮ সালে রিয়ালে যোগ দেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা দুই পারফর্মার ইডেন হ্যাজার্ড আর থিবো কর্তোয়াকে। কাতার বিশ্বকাপে এবার রিয়াল আগ্রহী রূপকথার জন্ম দেয়া মরক্কোর রূপকথার নায়ক ইয়াসিন বোনোর প্রতি।

বিশ্বকাপের তারকা রিয়ালে যাবেন এটাই যেন গত কয়েক বিশ্বকাপের রীতি হয়ে গেছে। এবার গ্রীষ্মকালীন দলবদল শেষে অনুষ্ঠিত হচ্ছে কাতার বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষেই আসছে সিজনের মধ্যবর্তী শীতকালীন দলবল।

এবারের বিশ্বকাপের সেনসেশন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। আসরে ৫ ম্যাচ খেলে মাত্র ১ গোল হজম করেছেন বোনো, সেটিও আবার আত্মঘাতী গোল। তার মানে, প্রতিপক্ষ দলের কেউ এখন পর্যন্ত বোনোকে পরাস্থ করতে পারেননি।

এমন অতিমানবীয় পারফরম্যান্সে দলকে সেমিফাইনালে তোলার অন্যতম নায়ক বোনো। ৩১ বছর বয়সী এই সেভিয়া গোলরক্ষককে এবার পেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। স্পেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ক্লাব এবং জাতীয় দলে অসাধারণ খেলে চলা বোনোর পারফরম্যান্স নজরে এসেছে মাদ্রিদ ম্যানেজমেন্টের। এই মরক্কানকে পেতে তাই আগ্রহী স্প্যানিশ জায়ান্টরা।

রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের গোলরক্ষক এখন থিবো কর্তোয়া। বোনোকে কিনলে কর্তোয়ার ব্যাক-আপ হিসেবেই কিনবে রিয়াল। অর্থনৈতিক ভাবে কঠিন সময় পার করা বোনোর ক্লাব সেভিয়াও বর্তমানে খেলোয়াড় বিক্রি করে কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছে। যদিও বোনোর সাথে কথাবার্তা চলছে ইংলিশ ক্লাব অ্যাশটন ভিলারও।

বোনো আর এস্টন ভিলা প্রায় ৩০ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে কথাবার্তা বলছে। বোনোকে পেতে তাই এরচেয়ে বেশি হাঁকাতে হবে রিয়ালের। যদিও ব্যাকআপ গোলরক্ষকের জন্য এর চেয়ে বেশি অর্থ খরচ করবে কিনা রিয়াল সেটি নিয়ে রয়েছে প্রশ্ন। বোনোর বিষয়ে রিয়ালের আলোচনা তাই এখনো প্রাথমিক পর্যায়ে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...