আর্জেন্টাইনদের পছন্দ নয় এমবাপ্পের!

বলা হচ্ছে - সবচেয়ে বেশি চমক আর অঘটনের জন্ম দিয়েছে কাতার বিশ্বকাপ। ৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসেরই সবচেয়ে বড় কয়েকটি চমক উপহার দেয়া কাতার বিশ্বকাপের প্রায় ১ মাসের যাত্রা শেষ হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স ফাইনালের মহারণ দিয়ে। পর্দা নামছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

বলা হচ্ছে – সবচেয়ে বেশি চমক আর অঘটনের জন্ম দিয়েছে কাতার বিশ্বকাপ। ৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসেরই সবচেয়ে বড় কয়েকটি চমক উপহার দেয়া কাতার বিশ্বকাপের প্রায় ১ মাসের যাত্রা শেষ হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স ফাইনালের মহারণ দিয়ে। পর্দা নামছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

টুর্নামেন্ট সম্ভাব্য সবচেয়ে বাজে ভাবেই শুরু করেছিলো আর্জেন্টিনা। অনেকের মতে আর্জেন্টিনার সৌদি আরবের কাছে হারই ছিলো বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। সেই দু:সহ স্মৃতি পেছনে ফেলে বাকি পাঁচটি নক আউট জিতে এখন ফাইনালের মঞ্চে আলবিসেলেস্তেরা। যদিও ফাইনালে আসতে খুব বেশি কঠিন পথ পারি দিতে হয়নি লিওনেল মেসি, ডি মারিয়াদের। ব্রাজিল,স্পেন,পর্তুগাল বা ইংল্যান্ডের মত পরাশক্তিদের মুখোমুখি হতে হয়নি লিওনেল স্ক্যালনির শিষ্যদের।

এবার ফাইনালের মঞ্চে তারা মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা ফ্রান্সের। যেখানে আর্জেন্টিনার অনেক খেলোয়াড়ই মুখোমুখি হবেন অনেকেরই সাবেক অথবা বর্তমান সতীর্থ কিলিয়ান এমবাপ্পের।

আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস আর অ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে একই সাথে দীর্ঘদিন পিএসজি তে খেলেছেন এমবাপ্পে। এছাড়াও বিশ্বকাপ স্কোয়াডে না থাকা মাউরো ইকার্দিও ছিলেন এমবাপ্পের দীর্ঘ দিনের সতীর্থ। কিন্তু গত গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়েছেন এই তিনজনই।

বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের দাবি, পিএসজির সাথে চুক্তি নবায়নের পর থেকেই পিএসজি দলের অনেক কিছুই হচ্ছে এমবাপ্পের সিদ্ধান্তে। যার মধ্যে একটি ছিল দল থেকে সব আর্জেন্টাইনকে ছেটে ফেলা। এছাড়াও পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর চাকরি হারানোতেও বড় ভূমিকা ছিলো নতুন চুক্তিতে অনেকটা পিএসজি ম্যানেজমেন্টের অংশ বনে যাওয়া এমবাপ্পের।

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও গত মৌসুমে পিএসজিতে যোগ দেবার পর থেকেই দেখছেন তার স্বদেশীদের একের পর এক দল ছাড়া, যার অন্যতম কারণ নতুন চুক্তিতে এমবাপ্পের ভূমিকা। এবার ফাইনালের মঞ্চে এমবাপ্পে মুখোমুখি হবেন তার সাবেক সতীর্থদের।

এছাড়াও রয়েছেন পিএসজিতে আসার পর এসব কাণ্ড দেখতে থাকা লিওনেল মেসি। নতুন চুক্তি স্বাক্ষরের পরেই পিএসজি দলে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন এ নিয়ে পিএসজি ম্যানেজমেন্টের সাথে আলোচনায় বসেছিলে এমবাপ্পে। আর এরপরেই দল ছাড়েন সব আর্জেন্টাইনরা। ৩৬ বছরের ট্রফি খড়া কাটানোর মিশনে থাকা আলবিসেলেস্তেরা নিশ্চই এমবাপ্পের সেই জবাব খেলার মাঠেই দিতে চাইবেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...