‘ভাল পরিকল্পনা নিয়ে আসতে হবে’

ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ। যতটা বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ, তাঁর ছিটেফোটারও দেখা মিলছে না বিশ্বকাপের মঞ্চে।

ব্যাপারটা বিস্ময়কর হলেও সত্যিই যে – আন্তর্জাতিক টি-টোয়েন্টির বয়স ১৬ বছর হলেও ইংল্যান্ডের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আমেজটাই যেনো ভিন্ন রকম। কিন্তু সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্স যেন সমর্থকদের মনেও এটেছিলো শংকার দাগ। আর সেই দাগ অবশ্য কাটেনি।

ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ। যতটা বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ, তাঁর ছিটেফোটারও দেখা মিলছে না বিশ্বকাপের মঞ্চে।

ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ছিলেন ছন্নছাড়া। উইকেটে ব্যাটিং করাটা কঠিন মনে হলেও জেসন রয়, জশ বাটলাররা ব্যাট হাতে দেখিয়েছেন ভিন্ন চিত্র। ম্যাচ হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দেখালেন একাধিক কারণ। ভালো শুরু না পাওয়া ও বড় জুটি গড়তে না পারাই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সেটা অকপটে শিকার করলেন রিয়াদ।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা হতাশাজনক ব্যাটিং করেছি। এটা ভালো উইকেট ছিলো, কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। একই সাথে ভালো জুটিও গড়তে পারিনি। আমরা একটা ভালো শুরুর অভাববোধ করছি। পরে ব্যাট করাটা ধীরে ধীরে আরো কঠিন হয়ে পড়ে। আমরা পাওয়ার হিটারের চেয়ে স্কিলফুল হিটারই বেশি। এটায় পরিবর্তনও করতে চাইনা, কারণ আমরা বিশ্বাস করি আমরা একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো। আমাদের পুনরায় সবকিছু ঠিক করে ভাল পরিকল্পনা নিয়ে আসতে হবে। ’

অপরদিকে, টানা দুই জয়ে সেমির দৌড়ে অনেকটাই এগিয়ে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশকেও পাত্তা না দেওয়া ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান জানালেন বোলারদের দাপটেই টুর্নামেন্টে ভালো শুরু পেয়েছে দল। একই সাথে জেসন রয়ের পারফরম্যান্সে মুগ্ধ এই ইংলিশ অধিনায়ক।

মরগ্যান বলেন, ‘বোলাররা বেশ দুর্দান্ত শুরু করেছে টুর্নামেন্টে। আজকেও তারা অসাধারণ পারফরম করেছে। একই সাথে ফিল্ডিং এবং ক্যাচিংয়েও আমরা সেরাটা পেয়েছি। ২০১৯ বিশ্বকাপের সাফল্যে অনেকেই ছিলো যারা এবারও আছে। রয় দুর্দান্ত খেলেছে, মালানও উইকেটে বেশ সময় কাটিয়েছে। রয় যেভাবে খেলেছে সত্যি দুর্দান্ত। সে বেশ ভালো ফর্মে আছে।’

৩৮ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলা জেসন রয় নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি। দুর্দান্ত ব্যাটিংয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। বোলারদের ক্রেডিট দিলেও নিজের উন্নতিতে বেশ উচ্ছ্বসিত এই ওপেনার।

তিনি বলেন, ‘আমাদের জন্য খুব স্পেশাল ম্যাচ। আমরা আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে বল হাতে এখানেও সেরাটা দিয়েছি। আমাদের বোলাররা অসাধারণ পারফরম করেছে। ক্যারিয়ারের শুরুতে সেভাবে থিতু হতে পারিনি টি-টোয়েন্টিতে। এখন নিজেকে রুটিনের মধ্যে রাখতে পেরেছি। যত ভালো শুরু করা যায় সেটাই চেষ্টা করি, তবে এই পিচে ব্যাট করাও কঠিন। আজকে বেশ কিছু গ্যাপ শট খেলেছি, তবে উইকেট হাতে থাকলে আসলে এভাবে খেলা যায়। স্পিনের বিপক্ষে আমি অনেক উন্নতি করেছি। আমার জন্য আজকে বড় পরীক্ষা ছিলো, আমি আমার অর্জনের জায়গা থেকে সবটুকুই ব্যবহার করেছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...