চূড়ান্ত বিশ্বকাপ দল, থাকছেন রিয়াদ

সব চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল এখন প্রায় চূড়ান্ত। আজকালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। এরপরই ভারতের বিমান ধরে বিশ্বকাপের মঞ্চে হাজির হবে টাইগাররা।

সব চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল এখন প্রায় চূড়ান্ত। আজকালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে নির্বাচকরা। এরপরই ভারতের বিমান ধরে বিশ্বকাপের মঞ্চে হাজির হবে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে স্কোয়াড নিয়ে প্রশ্ন ছিল; দুই একটা পজিশনে একাধিক ক্রিকেটারকে যাচাই বাছাই করে দেখার অপেক্ষা ছিল। সেসব এখন শেষ, আলোচিত সাত নম্বর পজিশনের জন্য খুব সম্ভবত মাহমুদউল্লাহ রিয়াদকেই বেছে নিয়েছে বাংলাদেশ। এই পজিশনে রিয়াদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সৌম্য সরকার, শামিম হোসেন পাটোয়ারি। কিন্তু এরা কেউই পারফর্ম করতে না পারায় অভিজ্ঞ এই ব্যাটারের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

তবে একটা সংশয় থেকেই গিয়েছে, ১৫ জনের এই দলে ব্যাকআপ নাকি পঞ্চম পেসার – কে জায়গা পাবেন? লিটন ও তামিমের পাশে ব্যাকআপ ওপেনার খোঁজার কাজটা অনেক আগেই শুরু হয়েছিল। নাইম শেখ, রনি তালুকদারকে সুযোগ দেয়া হয়েছিল সাম্প্রতিক সময়ে, তবে কেউই সন্তোষজনক পারফর্ম করতে পারেননি।

অবশ্য তরুণ তানজিদ হাসান তামিম বড় ইনিংস খেলতে না পারলেও খানিকটা সম্ভাবনা দেখিয়েছেন বটে। তাই তৃতীয় ওপেনার নেয়া হলে তিনিই হয়তো পাবেন বিশ্বকাপের টিকিট। তবে ব্যাকআপ ওপেনারের দায়িত্ব ইনফর্ম নাজমুল হোসেন শান্তর কিংবা মেহেদি হাসান মিরাজের কাঁধে তুলে দেয়ার পরিকল্পনা করাটও অস্বাভাবিক নয়।

সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে তানজিম হাসান সাকিব প্রথম পছন্দ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। তাই বিশ্বকাপেও তাঁর উপর বাজি ধরতে পারে টিম টাইগার্স।

ব্যাটারদের মাঝে তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে অটো চয়েজ ভাবা যায়। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ তো থাকছেনই। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শেখ মেহেদী ও নাসুম আহমেদকে দলে রাখতেই হবে।

পেসার হিসেবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ আর মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে বাক্সপেটরা গুছিয়ে নিয়েছেন নিশ্চয়ই। সব মিলিয়ে এই ১৪ জন হতে যাচ্ছেন বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন সারথি। কিন্তু বাকি একজন কে হবেন – ব্যাকআপ ওপেনার তানজিদ তামিম নাকি পঞ্চম পেসার তানজিম সাকিব, সেই উত্তর জানা এখনো বাকি।

যতটুকু শোনা গিয়েছে পাঁচ পেসার নিয়েই স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা। লম্বা টুর্নামেন্টে পেসারদের ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা তাঁদের। আবার পনেরো জনের বাইরে ব্যাকআপ হিসেবে থাকবেন আরেক পেসার খালেদ আহমেদ, তাঁর সঙ্গে রাখা হতে পারে জুনিয়র তামিমকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...