নির্বাচক-কোচ, কারও তালিকাতেও নেই রিয়াদ

বাস্তবতা হলো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলেও কোচ, সম্ভাব্য অধিনায়ক ও নির্বাচক প্যানেলের তালিকায় নাম নেই তাঁর। এর অর্থ হল, আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ সাবেক এই অধিনায়কের।

এই সময়ের খুবই আলোচিত নাম মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরের অনুশীলনে প্রতিটা ক্যামেরা যেন আজকাল তাকেই সবচেয়ে বেশি খোঁজে। এর পর একটা কারণ জনমত। স্যোশাল মিডিয়া কিংবা সাধারণ সমর্থকদের বড় একটা অংশ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে চায়।

বাস্তবতা হলো মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলেও কোচ, সম্ভাব্য অধিনায়ক ও নির্বাচক প্যানেলের তালিকায় নাম নেই তাঁর। এর অর্থ হল, আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ সাবেক এই অধিনায়কের।

যদিও, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ক্যাম্পে। এই ক্যাম্পে মূলত জাতীয় দল আর তাঁর আশেপাশে থাকা সব ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হয়েছিল।

সে সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ। ইয়ো ইয়ো টেস্টে তাঁর স্কোর কেবল ১৭, যেখানে বিসিবির নির্ধারিত বেঞ্চমার্ক ছিল ১৮.৫। রিয়াদের বয়স প্রায় ৩৮। ফিটনেস নিয়ে সমস্যা থাকাটাও তাই স্বাভাবিক।

তার ওপর রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। ফলে, তাঁকে জাতীয় দলের বাইরেই বলা যায়। রিয়াদ পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে অসন্তুষ্ট ছিলেন কোচ চান্দিকা।

তাঁর ব্যাটিং রিফ্লেক্স নষ্ট হয়ে গেছে, হ্যান্ড আই কম্বিনেশন নেই বললেই চলে। স্ট্রাইক রোটেট করতে পারেন না ঠিক মত। এমনকি এমন ম্যাচ খুঁজে পাওয়া কঠিন, যেখানে রিয়াদ ফিল্ডিংয়ে বড় কোনো ভুল করছেন না।

ফলে, নির্বাচকরাও তাঁর ওপর ভরসা করার কোনো কারণ দেখছেন না। কার্যত রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি। এখান থেকে ফিরতে হলে, এক্সট্রা-অর্ডিনারি কিছু করতে হবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। তবে, এই মুহূর্তে রিয়াদের সামনে কোনো আশার আলো নেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...