টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক চূড়ান্ত

হার্দিক পান্ডিয়া নাকি রোহিত শর্মা - কে হবেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক? এমন প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে।

হার্দিক পান্ডিয়া নাকি রোহিত শর্মা – কে হবেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক? এমন প্রশ্ন অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে, জানা গিয়েছে বহুল আকাঙ্খিত প্রশ্নের উত্তর। সবকিছু ঠিক থাকলে টিম ইন্ডিয়ার নিয়মিত অধিনায়ক রোহিতই বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি বলেন, ‘এক বছরের বিরতি কাটিয়ে সে (রোহিত) আফগানিস্তানের সিরিজ দিয়ে ফিরেছে, এই সিরিজে অধিনায়কত্ব করেছে। এর মানে সে অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিবেন।’

২০২৩ সাল থেকে সংক্ষিপ্ত সংস্করণে ভারতের হয়ে টস করতে নামা হার্দিককে অবশ্য ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেই দেখছেন জয় শাহ। যদও রোহিতের সামর্থ্যের উপর আপাতত ভরসা করছেন; তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে হার্দিক নিশ্চিতভাবে ভবিষ্যত অধিনায়ক হবে। তবে রোহিতের সামর্থ্য আছে, আমরা জানি। ওয়ানডে বিশ্বকাপে তিনি দারুণ পারফরম করেছেন, আমরা ফাইনাল পর্যন্ত টানা ১০টি ম্যাচ জিতেছি।’

তাই তো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ক্রিকেট কর্তা। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, বার্বাডোসে রোহিত শর্মার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ভারত।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়েও সংশয় রয়েছেন। তারুণ্য নির্ভর দল গড়ার জন্য লম্বা একটা সময় স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। কিন্তু বিশ্বকাপের মত টুর্নামেন্টে এই তারকাকে ছাড়া মাঠে নামবে টিম ইন্ডিয়া, এমনটা ভাবা বেশ দুরূহ। এই নিয়ে নিশ্চিত নন জয় শাহ নিজেও, কোহলির সাথে কথা বলবেন বলে জানিয়েছেন আপাতত।

তিনি বলেন, ‘আমরা তাঁর সাথে শীঘ্রই কথা বলবো। পনেরো বছর ধরে খেলার পর কোন ক্রিকেটার ব্যক্তিগত কারণে ছুটি চাইতেই পারে, এটা অধিকার। বিরাট এমন কেউ না যে বিনা কারণে ছুটি চাইবে। আমাদের তাঁকে বিশ্বাস করতে হবে, সমর্থন দিতে হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...