মধুরেণ সমাপয়েৎ

ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়ার খবরটা বেশ পুরানো, কিছুদিন আগে তো এমনও শোনা যাচ্ছিল যে রোনালদোর কাণ্ডকারখানায় বিরক্ত ক্লাব ম্যানেজার এরিক টেন হাগও চাইছেন আপদ বিদায় হোক। তবে লেস্টার সিটির সাথে খেলার পূর্বের সংবাদ সম্মেলনে এসে টেন হাগ বলেছেন একদম ভিন্ন কথা। তার কথা অনুযায়ী গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করা এই পর্তুগিজ স্টাইকার ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন আর তিনি নিজেও চান তারকা এই খেলোয়াড় ক্লাবে থাকুন।

সংবাদ সম্মেলনে ডাচ এই ম্যানেজার বলেন যে রোনালদো এবং তিনি দুইজনেই এই স্টাইকারের ভবিষ্যৎ এবং ক্লাবে তার ভুমিকার ব্যাপারে একমত, ইউনাইটেড ছেড়ে কোথাও যাচ্ছেন না ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার। টেন হাগের কথা অনুযায়ী এক সময় ক্লাব ছাড়তে মরিয়া রোনালদো নাকি এখন রেড ডেভিলদের হয়ে খেলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে টেন হ্যাগ বলেন, ‘আমরা তাকে নিয়ে খুশি আছি এবং সেও এখানে থাকতে চায়, আমরা দুইজনে মিলে দলকে এই মৌসুমে সফল করতে চাই। শুরু থেকেই আমরা বলে আসছি যে, সে আমাদের পরিকল্পনার অংশ। এটা গণমাধ্যমের ধারণা যে আমরা তাঁকে চাই না, আমি কখনো এমনটি বলিনি। আমরা দুই জনেই এই ব্যাপারে একমত।’

ক্রিশ্চিয়ানো রোনালদো দলে থাকছেন এটা ক্লাব সমর্থকদের জন্য ভাল খবর। তবে রেড ডেভিল সমর্থকদের অনেকেই টেন হ্যাগের খেলার ধরণের সাথে রোনালদো মানানসই নন এই আশংকা প্রকাশ করেছেন। ইউনাইটেড ম্যানেজার এই ব্যাপারে বলেন, ‘দলের অনুশীলনগুলো দেখলে এটা পরিস্কার বোঝা যায় যে তাঁর সেই সামর্থ্য রয়েছে। এই ব্যাপারে আমি কোন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দেখি না। সে একজন অসাধারণ খেলোয়াড়, দল যেই সিস্টেমেই খেলুক তাতে মানিয়ে নেওয়ার সামর্থ সে রাখে। আর এই জন্যই আমি বলেছি যে আমরা দুই জনেই একমত, সে জানে তার থেকে আমরা কি চাই।’

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন যে গণমাধ্যমে নিজের ব্যাপারে মিথ্যা খবর দেখতে দেখতে তিনি বিরক্ত তাই কিছুদিন পরই নিজে আসল সত্যটা সবার সামনে তুলে ধরবেন। এরিক টেন হ্যাগের দেওয়া এই বক্তব্য যেন পর্তুগিজ ফরওয়ার্ডের কথারই প্রতিধ্বনি।

সম্প্রতি আয়াক্স থেকে ৮১.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনিকে দলে ভেড়ানোর ব্যাপারে একমত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়াও নিউক্যাসেল ইউনাইটেডের স্লোভাক গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকেও দলে টানার ব্যাপারে দুই ক্লাবের মধ্যে কথা হচ্ছে। এই দুই দলবদল সম্পন্ন করার পর ইউনাইটেড আর কাউকে দলে ভেড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে টেন হ্যাগের সোজাসাপ্টা উত্তর, ‘এই দলবদলের বাজারে আর কাউকে দলে ভেড়ানো হবে না। আপনি যখন একটা বড় দলের দায়িত্বে থাকবেন তখন আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। তবে এই দল নিয়েই আমরা কমপক্ষে সেপ্টেম্বর থেকে জানুয়ারী অবধি কাজ চালাব।’

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন দলে ভেড়ানো খেলোয়াড় ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার আন্থনির ব্যাপারে অবশ্য টেন হাগ কোন কথা বলতে রাজি ছিলেন না। এখনো চুক্তির সব কাগজপত্র সম্পন্ন করা বাকি আছে এই যুক্তি দেখিয়ে তিনি তার সাবেক আয়াক্স শিষ্যের ব্যাপারে কথা বলা থেকে বিরত থাকেন।

তবে তিনি শুধু এটুকু বলেছেন যে, ‘দলের আক্রমণভাগকে আমাদের আরো মজবুত করতে হবে। সামনে আমাদেরকে অনেক ম্যাচ খেলতে হবে, এখন থেকে সপ্তাহে তিনটি করে খেলা পড়বে। আক্রমণভাগে যারা খেলে তাদেরকে এখন আগের চেয়ে অনেক বেশি দৌড়াতে হয় আর দৌড়ের তীব্রতার কারণে তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। দলের এই জায়গায় তাই আমাদের আরো বেশি খেলোয়াড় দরকার তবে অবশ্যই এই ক্ষেত্রে সে যেন মানসম্পন্ন ফুটবলার হয় সে দিকেও খেয়াল রাখতে হবে।’

টেন হাগ আক্রমনভাগে আরো খেলোয়াড় দরকার এই কথা বললেও ক্লাবের তরুণ ফরওয়ার্ড আমাদ দিয়ালোকে ২০২২-২৩ মৌসুমের জন্য ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল সান্ডারল্যান্ডে ধারে পাঠানো হয়েছে। গত মৌসুমে স্কটিশ প্রিমিয়ার শিপের দল রেঞ্জার্সে ধারে খেলা এই আইভরি কোস্টের ফুটবলারের মানের ব্যাপারে যে তার সন্দেহ আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দলটিতে ফুটবল খেলে আমাদ দিয়ালো নিজের উন্নতি সাধন করলে ডাচ এই ম্যানেজার তাকে ভবিষ্যতে দলে রাখবেন কিনা সেটা সময় বলে দিবে। সময় এটাও বলে দিবে এরিক টেন হ্যাগ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আসলেও সব ব্যাপারে একমত আছেন কিনা। নাকি পুরোটাই দলের ভিতরের খবর যেন গণমাধ্যমে বেরিয়ে না যায় সেই জন্য নেওয়া একটা কৌশল মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link