ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসতে যাচ্ছে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন; তিন বছর পর পর মেগা নিলামের পরিবর্তে পাঁচ বছর পর আয়োজন করা, রিটেইন সীমা বাড়ানো, দল গঠনের বাজেট বৃদ্ধির মত সিদ্ধান্ত ইতোমধ্যে মৌখিকভাবে গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রাইট টু ম্যাচ (আরটিএম) নিয়ম ফিরিয়ে আনার ব্যাপারেও ইতিবাচক আইপিএল কর্তৃপক্ষ।
কিন্তু এর তীব্র বিরোধিতা করেছেন স্বয়ং রবিচন্দন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন আরটিএম একজন ক্রিকেটারকে ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করবে এবং সাবেক ফ্রাঞ্চাইজিকে অযৌক্তিক সুবিধা দিবে।
এই স্পিনার বলেন, ‘আরটিএমের চেয়ে অন্যায় আর কোন নিয়ম হতে পারে না। এটির মূল সমস্যা হচ্ছে ক্রিকেটারদের যথাযোগ্য পারিশ্রমিক পেতে বাঁধা দেয়। যেমন কারো দাম নিলামে নির্ধারিত হলে সাবেক ফ্রাঞ্চাইজি সমপরিমাণ অর্থ দিয়ে তাঁকে নিয়ে নিতে পারবে, অথচ তাঁরা কিন্তু দাম বাড়ানোর ক্ষেত্রে কোন অবদান রাখেনি। তাঁরা প্রকৃত নিলামে অংশ নিলে পারিশ্রমিক নিশ্চয়ই বেশি পেতো।’
আরটিএম বলতে এমন একটি নিয়ম বোঝায় যেখানে কোন খেলোয়াড়কে নিয়ে দর কষাকষি শেষ হলে সাবেক ফ্রাঞ্চাইজি চাইলে চূড়ান্ত মূল্যের সমপরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে তাঁকে রিটেইন করতে পারবে। ২০২১ সালের নতুন দুইটি ফ্রাঞ্চাইজি আসায় এই নিয়ম বাদ দেয়া হয়েছিল।
কিন্তু এখন আবার এটি ফেরানোর আলোচনা শুরু হওয়ায় বিরক্ত অশ্বিন; তাঁর মতে এই নিয়মের ফলাফল কেবল একটা বা দুইটা ফ্রাঞ্চাইজির জন্য সুখকর হলেও ক্রিকেটার এবং বাকি ফ্রাঞ্চাইজির জন্য অস্বস্তিকর। তাছাড়া এর কারণে নিলামের নৈতিক ভিত্তি বিনষ্ট হয়।
তিনি বলেন, ‘প্রকৃত মার্কেল ভ্যালু থেকে একজন ক্রিকেটারকে বঞ্চিত করা হয় আরটিএম এর মাধ্যমে।’ – অবশ্য এখনো যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি তাই আলোচনার সুযোগ রয়েছে। দেখার বিষয়, শেষমেশ কি সিদ্ধান্ত নেয় আইপিএল কর্তৃপক্ষ।