ফিক্সিংয়ে জড়িয়েও অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার সানোয়ার!

ম্যাচ গড়াপেটার অভিযোগে একাধিকবার নাম এসেছে তাঁর। অথচ বিতর্কিত সাবেক ক্রিকেটার সেই সানোয়ার হোসেনকেই আসন্ন অনূর্ধ-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ-১৯ বিশ্বকাপের জন্য যুব দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচ গড়াপেটার অভিযোগে একাধিকবার নাম এসেছে তাঁর। অথচ বিতর্কিত সাবেক ক্রিকেটার সেই সানোয়ার হোসেনকেই আসন্ন অনূর্ধ-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ-১৯ বিশ্বকাপের জন্য যুব দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ইতিহাস ঘাটলে দেখা যায়, ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের ম্যানেজার থাকা অবস্থায় ক্রিকেটার জুপিটার ঘোষকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া তার আগে বিপিএলের প্রথম দুই আসরে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগেও একবার অভিযুক্ত হয়েছিলেন সাবেক এ ক্রিকেটার।

২০১৭ সালে বিপিএলে ফিক্সিং কান্ডে সানোয়ারের নাম আসলে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সে সময় বলেছিলেন, ‘সানোয়ার ভাইয়ের নাম যেহেতু বিপিএলে ফিক্সিং ইস্যুতে এসেছিল, তাই তিনি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। আমরা চাই না বিতর্কিত কেউ আমাদের বিপিএলের সাথে যুক্ত থাকুক।’

এমনকি সেসময় ঢাকার বোলিং কোচের দায়িত্ব পালন করা রফিক পরবর্তীতে গণমাধ্যমে জানিয়েছিলেন ম্যাচ পাতানোতে সানোয়ারের সম্পৃক্ততার কথা। তাঁর ভাষ্যমতে চট্টগ্রাম কিংস এর বিপক্ষে ম্যাচের আগের দিন সানোয়ারই নাকি বিদেশী লিয়াঁজো অফিসারকে নিয়ে ডিলগুলো ঠিক করেছিল। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে বিতর্কিত এক নাম এই সানোয়ার হোসেন।

অথচ ৬ বছর না গড়াতেই পাল্টে গেল বিসিবির সুর। অনূর্ধ-১৯ এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। এই দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সানোয়ার।

অতীতে খেলায় দূর্নীতির অভিযোগে অভিযুক্ত একজনকে কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে এখনও সদত্তর মেলেনি। তবে যুব এশিয়া কাপের পর যে সানোয়ারকে বিশ্বকাপেও ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে, তার একটা পূর্বাভাস মিলেছে ঠিকই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...