রোহিতের কাছে বিশেষ অনুরোধ সরফরাজের বাবার

ভারতীয় অধিনায়ক এসে কথা বলেন সরফরাজের পরিবারের সঙ্গে। দুই ছেলে সরফরাজ ও মুশীরকে ক্রিকেটার বানানোর জন্য নওশাদের যে ত্যাগ সেটা স্মরণ করিয়ে দেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরফরাজ খান পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কিংবদন্তি অনিল কুম্বলে তাঁকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, এর মধ্য দিয়ে ভারতের জার্সিতে খেলার দ্বার খুলে গিয়েছে তাঁর জন্য। আর এই কাঙ্খিত মুহুর্তে রোহিত শর্মার কাছে বিশেষ এক অনুরোধ করেছেন সরফরাজের পরিবার।

তাঁর পিতা নওশাদ খান এবং স্ত্রী রোমানা খুব কাছ থেকেই দেখেছেন এই ব্যাটারের অভিষেক ক্যাপ পাওয়ার দৃশ্য। গ্যালারিতে হাজির হয়ে তাঁরা বসেছিলেন, এরপর তিনি দৌড়ে এসে তাঁদের হাতে ক্যাপ তুলে দিতেই নিজের আবেগ ধরে রাখতে পারেনি কেউই; চোখ দিয়ে বেরিয়ে এসেছিল আনন্দের অশ্রু।

এসময় ভারতীয় অধিনায়ক এসে কথা বলেন সরফরাজের পরিবারের সঙ্গে। দুই ছেলে সরফরাজ ও মুশীরকে ক্রিকেটার বানানোর জন্য নওশাদের যে ত্যাগ সেটা স্মরণ করিয়ে দেন তিনি। এই তারকা বলেন, ‘আপনি সরফরাজের জন্য যা করেছেন সেটা সবাই জানে।’ তিনি সরফরাজের স্ত্রীকেও অভিনন্দন জানাতে ভোলেননি।

সেখান থেকে ড্রেসিংরুমে যাওয়ার পথ ধরতেই রোহিতকে থামিয়ে নিজের অনুরোধের কথা জানান নওশাদ খান। তিনি বলেন, ‘স্যার অনুগ্রহ করে ওকে দেখে রাখবেন।’ এই ওপেনারও বুকে হাত রেখে উত্তর দেন অবশ্যই সরফরাজের খেয়াল রাখবেন তিনি।

দুর্দান্ত একটি হাফসেঞ্চুরিতে অবশ্য অভিষেক ম্যাচ ইতোমধ্যে রাঙিয়ে রেখেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি, দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ৬২ রান আসে তাঁর ব্যাট থেকে।

নিজের পারফরম্যান্স নিয়ে এই ডানহাতি বলেন, ‘আমার খুবই ভাল লাগছে। প্রথমবারের মত মাঠে নামা, বাবার সামনে ক্যাপ পাওয়া দারুণ অনুভূতি। আমি শুরুতে একটু নার্ভাস ছিলাম, কিন্তু প্রচুর পরিশ্রম করেছি তাই সবকিছু ভালভাবে শেষ হয়েছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...