কৌশলগত পরিবর্তন আনলেই কি সফল হবে শাদাব?

অর্জনের সাথে সমালোচনার স্বীকারও হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে ধারাবাহিক উইকেট নেয়ার ক্ষেত্রে অধারাবাহিক ছিলেন তিনি।

অর্জনের সাথে সমালোচনার স্বীকারও হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে ধারাবাহিক উইকেট নেয়ার ক্ষেত্রে অধারাবাহিক ছিলেন তিনি। তাইতো বিশ্বকাপ আর নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে বোলিংয়ের ধারটা বাড়িয়ে নিলেন।

নিজের বোলিংয়ের টেকনিক্যাল ইস্যু সমাধান করতে মরিয়া এই ক্রিকেটার। সেজন্যই, পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান তার বোলিংয়ে কিছু কৌশলগত পরিবর্তন এনেছেন।

নিজের বোলিং সম্পর্কে তিনি বলেন, ‘আমি আমার বোলিং নিয়ে বেশ সমস্যায় ছিলাম। তবে এখন তা অনেকটাই ঠিক করে নিয়েছি। কিছু কৌশলগত পরিবর্তন করেছি। তাই যখন আমি বোলার হিসেবে দলে কিছু করতে পারবো, তখন তা দলকে আরো শক্তিশালী করবে।’

যাইহোক, পিএসএলের এবারের আসরে তারই অধিনায়কত্বে ইসলামাবাদ ইউনাইটেড পায় শিরোপা জয়ের স্বাদ। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার সেই জয়ে রাখেন বিশেষ ভূমিকা। ১২ ম্যাচে ২৬.৮৫ গড়ে আর ৮.৫৪ ইকোনমিতে নেন ১৪ টি উইকেট। সেই সাথে ৩০.৫০ গড়ে আর ১৪২.৫২ স্ট্রাইক রেটে করেন সর্বমোট ৩০৫ রান।

ফাইনালে তাঁরা দুই উইকেটে মুলতান সুলতান্সকে হারায়। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১৮ থেকে ২৭ এপ্রিল যা রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক সিরিজ।

অবশ্য সিরিজ শুরুর আগে স্বস্তিতে নেই শাদাব খান। কারণ, ধারাবাহিক ভাবে উইকেট নিতে পারছেন না বলে দেশজুড়েই সমালোচনার মুখে পড়ছেন তিনি। শাদাব এই সমস্যা থেকে মুক্তি আদৌ পাবেন কি না – সেটা জানতে সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...