কেমন হবে পাকিস্তানের বিশ্বকাপ দল?

দলটির অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি মনে করিয়ে দিয়েছেন যে, সবার জন্যই পিএসএল বিশ্বকাপ প্রস্তুতির জন্য সুবিধাজনক মঞ্চ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিশ্চিতভাবেই পাকিস্তানের দল তৈরিতে সাহায্য করবে। দলটির অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির কণ্ঠেও একই বার্তা শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন যে, ২০-২৫ জন ক্রিকেটারের উপর নজর রাখা হচ্ছে, তাঁরা কেমন পারফরম করে সেটা দেখা হবে; এই পেসার এটাও মনে করিয়ে দিয়েছেন যে সবার জন্যই পিএসএল বিশ্বকাপ প্রস্তুতির জন্য সুবিধাজনক মঞ্চ।

তবে প্রথম দুই ম্যাচের দুইটিতেই হেরে বেকায়দায় আছে শাহীন শাহর লাহোর কালান্দার্স; রশিদ খানের মত ক্রিকেটারকে ইনজুরির কারণে পাচ্ছে না দলটি আবার বেশকিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম হতাশাজনক। সবকিছু মিলিয়ে বেশ চাপে আছে তাঁরা, তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি।

আফগান তারকার পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে সিকান্দার রাজাকে, এই অলরাউন্ডারের উপরেই আপাতত ভরসা করছেন লাহোরের অধিনায়ক। তিনি বলেন, ‘রশিদ আমাদের মূল বোলার ছিল, উইকেট টেকিং অপশন ছিল। তাঁকে আসলে রিপ্লেস করা সম্ভব নয়, তবু আশা করছি সিকান্দার রাজার অন্তর্ভুক্তি দারুণ হবে।’

জিম্বাবুইয়ান ক্রিকেটারের সামর্থ্য এবং তরুণ সালমান ফাইয়াজের প্রতিভা নিয়ে এই পেসার বলেন, ‘আমার মনে হয় রাজা কিছুটা রশিদ খানের মত বোলার। আবার সালমান যে প্রথম ম্যাচ খেললো – আমার বিশ্বাস তাঁরা ভাল করবে নিশ্চয়ই।’

হারিস রউফের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘ব্যাটসম্যানরা যেমন কঠিন সময়ের মুখোমুখি হয়, তেমনি বোলারদের কখনো কখনো এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। হারিসও বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু সে দুর্দান্ত ক্রিকেটার, কিভাবে ফিরে আসতে হয় তা জানে।’

নিজের অধিনায়কত্বের ব্যাপারে এই বাঁ-হাতি বলেন, ‘আমি নেতৃত্ব দেওয়া উপভোগ করছি। দলকে আমার সাথে সামনে নেয়ার চেষ্টা করছি। আমি শুধু লাহোর কালান্দার্সের অধিনায়ক নই, পাকিস্তানেরও অধিনায়ক – সবমিলিয়ে আসলেই উপভোগ করছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...