Social Media

Light
Dark

ফখর জামান কেন ওপেনার নন?

বিশ্ব মঞ্চে নিয়মিত পরাজয়ের স্বাদ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট। আর এই ব্যর্থতার সীমানা থেকে বের হতে প্রয়োজন বেশ কিছু পরিবর্তন। আর তাই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দিলেন পরিবর্তনের পরামর্শ।

ads

যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারের পর তাঁদের দ্বিতীয় ম্যাচেও ভারতের বিপক্ষে পরাজয় স্বীকার করে পাকিস্তান দল। দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এমন নাটকীয় হারের পর পাকিস্তানের একাদশে কয়েকটি পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তিনি অধিনায়ক বাবর আজমকে তিন নম্বরে খেলার পরামর্শ দেন। বাবরের জায়গায় উদ্বোধনীতে তিনি ফখর জামনকে দেখতে চান।

যুক্তরাষ্ট্র ও ভারতের সাথে হারের পর নিউইয়র্কে পাকিস্তান কানাডার মুখোমুখি হবে। সুপার এইটে যাওয়ার জন্য ম্যাচটি তাঁদের অবশ্যই জিততে হবে। আফ্রিদির পরামর্শের লক্ষ্য পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করা এবং টুর্নামেন্টে তাঁদের ভাগ্য ঘুরিয়ে দেওয়া।

ads

পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে আফ্রিদি বলেন, ‘আমার মনে হয়, এখন গ্যারি কার্স্টেন ও বাবর আজমের কিছু পরিবর্তন করার সময় এসেছে। আমি উসমান খানের জায়গায় সালমান আলি আগাকে এবং শাদাব খানের জায়গায় আবরার আহমেদকে দেখতে চাই।’

দলের উদ্বোধনী জুটি পরিবর্তন করা সম্পর্কে তিনি বলেন, ‘সর্বোপরি, আমি বিশ্বাস করি ফখর জামানকে মোহাম্মদ রিজওয়ানের সাথে ইনিংস শুরু করার জন্য ওপেনিংয়ে নামানো দরকার। অন্যদিকে বাবরকে তিন নম্বরে নেমে আসা উচিত।’

রবিবার ভারতের বিপক্ষে মাত্র ১২০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় পরাজিত হয় পাকিস্তান। এই পরাজয়ে আফ্রিদি বলেন, ‘দুই দলের মধ্যে মূল পার্থক্য ছিল ভারতের ধারাবাহিকতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং মাঠে দৃঢ় মনোভাব। পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ ভাল করছে না এবং আমরা যা দেখেছি তা ছিল পাওয়ার হিটিংয়ের দুর্বল প্রদর্শন।’

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ভারতের প্রভাবশালী রেকর্ডের কথা উল্লেখ করে আফ্রিদি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিপক্ষে আটটির মধ্যে সাতটি ম্যাচই জিতেছে। যা পাকিস্তানি দর্শকদের জন্য বেশ হতাশার।’

বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ড এর মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচ দুইটি জিতে পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে তার জন্য গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাঁকিয়ে থাকতে হবে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link